৮ সেকেন্ডের জন্য কোয়ারেন্টিনের নিয়ম ভঙ্গে ৩,৫০০ ডলার জরিমানা
তাইওয়ানে মাত্র ৮ সেকেন্ডের জন্য কোয়ারেন্টিনের বিধি নিষেধ ভঙ্গ করায় এক ব্যক্তিকে সাড়ে ৩ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
বিশাল অঙ্কের জরিমানার মুখে পড়া এ ব্যক্তি ফিলিপাইন থেকে আগত অভিবাসী শ্রমিক, কাওসিয়াং শহরের এক হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন তিনি। তিনি তার হোটেল কক্ষ থেকে ৮ সেকেন্ডের জন্য হলওয়েতে বের হয়েছিলেন। সিসিটিভিতে ধরা পড়ার পরই হোটেলের এক কর্মচারী ডিপার্টমেন্ট অব হেলথকে বিষয়টি জানায়। তারপরই প্রায় সাড়ে ৩ হাজার ডলার (১ লাখ তাইওয়ান ডলার) জরিমানা ধার্য করা হয়।
তাইওয়ানের কোয়ারেন্টিনের নীতিমালা অনুযায়ী নিজ কক্ষ থেকে কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির বের হওয়ার অনুমতি নেই, তা যতো অল্প সময়ের জন্যই হোক না কেন। ডিপার্টমেন্ট অব হেলথ জানিয়েছে, হোটেল কক্ষ থেকে বের হলে জরিমানা করা হবে না এমনটা ভাবার কোনো কারণ নেই। শহরটিতে বর্তমানে মোট ৫৬ টি হোটেলের প্রায় ৩ হাজার কক্ষ কোয়ারেন্টিনের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
কোভিড-১৯ মহামারি নিয়ে তাইওয়ান সরকারের নেয়া নীতিমালা ব্যপকভাবে প্রশংসিত হয়েছে। তাইওয়ানে এখন পর্যন্ত কঠোর লকডাউন জারি করা হয়নি, চীনের মূল ভূখন্ডের মতো কঠোর নিষেধাজ্ঞাও জারি করা হয়নি।
এর পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে এগিয়েছে তাইওয়ান। শুরু থেকে উহান থেকে আসা ফ্লাইট এবং দূরবর্তী ফ্লাইটগুলোর যাত্রীদের টেস্টিং এবং কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে। গণহারে টেস্টিং এবং কন্টাক্ট ট্রেসিং-এর ওপর গুরূত্বারোপ করেছে সরকার।
২ কোটি ৩০ লাখ জনসংখ্যার দ্বীপটিতে এপর্যন্ত মাত্র ৭১৬টি নিশ্চিত আক্রান্তের তথ্য পাওয়া গেছে, আক্রান্ত হয় মৃত্যুবরণ করেছেন ৭ জন।
- সূত্র: সিএনএন