মোহামেডানকে উড়িয়ে আবাহনীর দাপুটে শুরু
মোহামেডান স্পোর্টিং ক্লাবের দৃষ্টি প্রতিশোধেই ছিল। সর্বশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে হেরেছিল দলটি। কিন্তু প্রতিশোধের মিশনে জ্বলে ওঠা হলো না তাদের। উল্টো হজম করতে হলো আবাহনীর শাসন। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পাওয়া দারুণ এক জয় দিয়ে ফেডারেশন কাপ শুরু করলো আবাহনী লিমিটেড।
'ডি' গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আবাহনী। মাসিহ সাইঘানির গোলে এগিয়ে যায় আবাহনী। এরপর আবাহনীর হয়ে জোড়া গোল করেন জুয়েল রানা।
মোহামেডানের বিপক্ষে সর্বশেষ ম্যাচের মতোই আধিপত্য নিয়ে খেলেছে আবাহনী। এই ম্যাচেও সাদা-কালো জার্সিধারীরা পাত্তা পায়নি। বাতিল হয়ে যাওয়া সর্বশেষ লিগে ৩-০ ব্যবধানেই মোহামেডানকে হারিয়েছিল ফেডারেশন কাপের রেকর্ড ১১বারের চ্যাম্পিয়নরা।
মাচ হারলেও প্রথমার্ধের শুরুর দিকে গোছালো ফুটবল খেলছিল মোহামেডান। চলছিল আক্রমণ পাল্টা আক্রমণ। তবে কোনো দলই গোলের দেখা পাচ্ছিল না। প্রথমার্ধের শেষ দিকে গিয়ে গোলের দেখা পায় আবাহনী।
৪১তম মিনিটে রায়হানের থ্রোয়ে মাথা ছুঁইয়ে মোহামেডানের জালে বল জড়ান আবাহনীর আফগানিস্তানের ডিফেন্ডার সাইঘানি। ব্যবধান বাড়াতে সময় নেয়নি দলটি। ৪৫তম মিনিটে সাইঘানির বাইসাইকেল কিকে হেড করে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন জুয়েল রানা।
বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আবাহনী। গোলের দেখাও মিলে যায় ৫৩তম মিনিটে। বাঁ দিক থেকে রায়হানের থ্রোয়ে বেলফোর্ট মাথা ছোঁয়ানোর পর দূরের পোস্টে থাকা জুয়েল আলতো টোকায় গোল আদায় করে নেন। ৩-০ গোলে পিছিয়ে পড়া মোহামেডান অনেক চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি।