ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণার পর ‘গণিতের একটি সেটে ত্রুটি’ থাকায় রাতে ফলাফল স্থগিত করা হয়েছে।
রোববার রাত নয়টার দিকে ফলাফল স্থগিতের বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চৌধুরী।
তিনি বলেন, “ফলাফল নিয়ে কিছু অভিযোগ আসছে। সেগুলার অনুসন্ধান করে আমরা প্রাথমিকভাবে এর সত্যতা পেয়েছি। ওই বিষয়গুলো আমরা এখন খতিয়ে দেখছি। সেকারণেই ফলাফল স্থগিত করা হয়েছে।”
রসায়ন বিভাগের এই অধ্যাপক জানান, দুপুর একটায় প্রকাশিত ফলাফলে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে তারা কেউ ফলাফল স্থগিতের কারণে বাদ যাবেন না। ফলাফলের ত্রুটি যাচাইয়ের পর তাদের পাশাপাশি আরও কিছু ভর্তিচ্ছু সে তালিকায় যোগ হবেন।
“যারা ইতোমধ্যে চান্স পেয়েছে তারা কেউ বাদ যাবে না, নতুন আরও কেউ কেউ যোগ হবে। কারণ সমস্যাটা গণিতের একটা সেটে হয়েছে।”
ঠিক কোথায় ত্রুটি ধরা পড়েছে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক তোফায়েল বলেন, “এটা আমাদের স্ক্যানিং যারা করেছে, তাদের কম্পিউটারে এই সমস্যা হয়েছে। অন্য কোন জায়গায় কোন সমস্যা হয়নি। কোন লিখিত পরীক্ষায় বা অন্যকোথাও কোন সমস্যা হয়নি।”