দেশে ‘এই মুহুর্তে’ টিকা নিতে চান মাত্র ৩২ শতাংশ মানুষ: গবেষণা
দেশের ৮৪ শতাংশ মানুষ করোনার টিকা নিতে আগ্রহী বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের এক গবেষণায় উঠে এসেছে।
তবে ওই গবেষণাটি বলছে, টিকাদান কর্মসূচী শুরুর পরপরই মাত্র ৩২ শতাংশ মানুষ টিকা গ্রহণের বিষয়ে আগ্রহ দেখিয়েছে। বাকী ৫২ শতাংশ বলছে, তারা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত অপেক্ষা করে দেখেশুনে এরপর টিকা নিতে চায়। আর ১৬ শতাংশ কখনোই টিকা নিতে চায় না।
অচিরেই শুরু হতে চলা সরকারের কোভিড-১৯ টিকার প্রতি জনগণের দৃষ্টিভঙ্গি, গ্রহণযোগ্যতা এবং চাহিদা তুলে ধরতে দেশের আট বিভাগে জরিপভিত্তিক এই গবেষণাটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিটিউট।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) একটি ওয়েবিনারের মাধ্যমে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।
দেশের আট বিভাগের আট জেলা এবং ঢাকার দুই সিটি কর্পোরেশনের জনসমাগম সম্পন্ন এলাকাতে থেকে সরল দৈবচয়ন পদ্ধতিতে ৩ হাজার ৫৬০ জন এই জরিপে অংশ নেয়।
কেনো এতো বিশাল সংখ্যক মানুষ এই মুহুর্তে টিকা নিতে আগ্রহী নন, তার উত্তর এই গবেষণায় খোঁজা হয়। সেখানে দেখা যায়, যারা এই মুহুর্তে টিকা নিতে চান না তাদের মধ্যে ৫৪ শতাংশ টিকার কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন, ৩৪ শতাংশ টিকার পার্শ্ব-প্রতিক্রিয়া নিয়ে শঙ্কিত এবং ১২ শতাংশ মানুষ আমদানি করা টিকার গুণগত মান নিয়ে সন্দেহ আছে বলে জানায়।
গবেষণার ফলাফলে বলা হয়, যারা একেবারেই টিকা নিতে চায় না তারা টিকার মান ও কার্যকারিতা এবং পার্শ্ব ও বিরূপ প্রতিক্রিয়াকে মূল কারণ হিসেবে উল্লেখ করেছে। তাছাড়া একটা উল্লেখ সংখ্যক লোক টিকা নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে না।