ইইউ’ভুক্ত প্রথম দেশ হিসেবে চীনা টিকাকে স্বীকৃতি দিল হাঙ্গেরি
ইউরোপিয় ইউনিয়নের সদস্য দেশ হিসেবে এই প্রথম চীনের তৈরি একটি করোনাভাইরাস প্রতিরোধী টিকাকে অনুমোদন দিয়েছে হাঙ্গেরি।
দেশটির নিয়ামক সংস্থা- ন্যাশনাল ইনস্টিটিউট অব ফার্মেসি আজ শুক্রবার (২৯ জানুয়ারি) জানায়, তারা চীনা সংস্থা সিনোফার্মের তৈরি টিকাকে অনুমোদন দিয়েছে। চীনে আবিষ্কৃত যে দুটি প্রতিষেধক বেশি সম্ভাবনা দেখাচ্ছে, এটি তার মধ্যে অন্যতম।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওবান সম্প্রতি জানান, তিনি চীনের তৈরি কোভিড টিকাতেই বেশি আস্থা রাখেন। তারপরই শুক্রবার স্বীকৃতির ঘোষণা এলো।
এর আগে, সাপ্তাহিক এক রেডিও অনুষ্ঠানে অংশ নিয়ে ওবান বলেন, "দেশের অগ্রাধিকার নীতি অনুসারে টিকা পাওয়ার নির্ধারিত সময় আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, এবং তখন চীনে তৈরি টিকাকেই বেছে নেব।"
এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, " জীবাণুটি সম্পর্কে চীনের অভিজ্ঞতাই সবচেয়ে বেশি। তাই তারা এটি প্রতিরোধের ব্যাপারেও বেশি জানে বলে আমি বিশ্বাস করি।"
এ সিদ্ধান্তের অর্থ হলো, হাঙ্গেরি ইউরোপিয় ইউনিয়নের সিদ্ধান্তের উল্টোপথে হাঁটছে। ইইউ নিয়ামক সংস্থা ইতোপূর্বে ফাইজার/ বায়োএনটেক এবং মডের্নার তৈরি টিকাকে স্বীকৃতি দেয়। আর আজ শুক্রবার অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকাকে অনুমোদন দেওয়ার কথা জানানো হয়।
তবে ইইউ এর বিপক্ষে যাওয়া এটাই প্রথম নয়। গত সপ্তাহেই রাশিয়ার তৈরি স্পুটনিক-ভি টিকা ছয় মাস ব্যবহারের সিদ্ধান্ত নেয় হাঙ্গেরির ওষুধ প্রশাসন।
দেশটির সরকার বলছে, নানা রকমের প্রতিষেধককে স্বীকৃতি দিয়ে সমস্ত জনসংখ্যাকে দ্রুত টিকার আওতায় আনা তাদের প্রধান কৌশল।
বিশ্বব্যাপী ১০ লাখের বেশি মানুষকে দেওয়া হয়েছে; এমন যেকোনো টিকাকে জরুরি অনুমোদন দেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন, দেশটির কর্মকর্তারা।
ঐতিহাসিকভাবে ইইউ'ভুক্ত দেশসমুহের মধ্যে টিকাগ্রহণে সবচেয়ে বেশি অনিচ্ছুক হাঙ্গেরির অধিবাসীরা। তবে মহামারির পর থেকে টিকাগ্রহণে জনগণের মধ্যে আগ্রহ বেড়েছে।
সিনোফার্ম অন্তবর্তী ফলাফলের ভিত্তিতে তাদের ভ্যাকসিন করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ৭৯ শতাংশ সফল বলে জানায়। এনিয়ে পশ্চিমা গবেষকরা সন্দিহান। তাছাড়া, ইইউ অনুমোদিত ফাইজার ও মডের্না ইঙ্কের চাইতে সিনোফার্মের টিকার ফলপ্রসূতার হারও অনেকটাই কম।
- সূত্র: ইউরো নিউজ