মুশফিকের বিদায়ে চাপে বাংলাদেশ
ভয় ছিল রাকিম কর্নওয়ালকে নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনারকে ভালোভাবে খেলতে প্রস্তুতিও নিয়ে রেখেছিল বাংলাদেশ। কিন্তু কর্নওয়াল বিপদ হয়ে উঠতে পারেননি। বাংলাদেশের ইনিংসে ধস নামিয়েছেন ক্যারিবীয়দের আরেক স্পিনার জোমেল ওয়ারিক্যান। বাঁহাতি এই স্পিনারের সর্বশেষ শিকার মুশফিকুর রহিম।
ওয়ারিক্যানের দারুণ একটি ডেলিভারিতে স্লিপে ক্যাচ দিয়ে ফিরছেন মুশফিক। ৬৯ বলে ৬টি চারে ৩৮ রান করে আউট হন ডানহাতি এই ব্যাটসম্যান। ৮০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২০২ রান। উইকেটে আছেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস।
রিভিউ না নেওয়ার আক্ষেপ
দ্বিতীয় সেশন শেষে স্কোরে উইকেট সংখ্যা তিন-ই থাকতে পারতো। কিন্তু রিভিউ না নেওয়ায় সেটা হলো না। স্টাম্প মিস করা ডেলিভারিতেই জোরালো আবেদন করে উইকেট নিয়ে নিলেন জোমেল ওয়ারিক্যান। উইন্ডিজের এই স্পিনারের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নিয়েছেন ৫৯ রান করা বাংলাদেশ ওপেনার সাদমান ইসলাম।
টিভি রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্পেরও বেশ বাইরে দিয়ে বলটি চলে যাচ্ছে। নন স্ট্রাইকে থাকা মুশফিকুর রহিমের দৃষ্টি আকর্ষণ করলেও সাদমানকে রিভিউ নেওয়ার পরামর্শ দেননি তিনি। ৫৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৪০ রান। উইকেটে আছেন মুশফিক ও সাকিব আল হাসান।
থামলেন অধিনায়ক
থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারলেন না মুমিনুল হক। বাংলাদেশের টেস্ট অধিনায়ক ২৬ রান করে বিদায় নিয়েছেন। শুরু থেকেই জড়তা নিয়ে ব্যাটিং করা মুমিনুল উইন্ডিজ স্পিনার জোমেল ওয়ারিক্যানের বলে জন ক্যাম্পবেলের হাতে ক্যাচ দেন। ৫১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১৯ রান। উইকেটে আছেন হাফ সেঞ্চুরি তুলে নেওয়া সাদমান ইসলাম ও মুশফিকুর রহিম।
সাদমানের হাফ সেঞ্চুরি, ১০০ ছাড়িয়ে বাংলাদেশ
ওপেনার সাদমান ইসলাম ও অধিনায়ক মুমিনুল হকের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ৪৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট ১১৮ রান। মুমিনুলের সঙ্গে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি খেলার পথে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান। ১২৮ বলে ৬টি চারে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ২০১৮ সালে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করেন সাদমান।
ভুল বোঝাবুঝিতে সর্বনাশ
শুরুতেই তামিম ইকবালকে হারানোর চাপ কাটিয়ে উঠেছিলেন সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। দুই ব্যাটসম্যানকেই উইকেটে থিতু দেখাচ্ছিল, রানচাকাও ঘুরছিল। কিন্তু ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হয়ে ফিরে গেছেন শান্ত। বাঁহাতি এই ব্যাটসম্যান ৫৮ বলে ২৫ রান করে বিদায় নেন। ২৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬৬ রান। সাদমান ৩২ ও মুমিনুল শূন্য রানে ব্যাটিং করছেন।
শুরুতেই তামিমের বিদায়
দীর্ঘদিন পর টেস্ট খেলতে নেমে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ইনিংসের পঞ্চম ওভারেই ফিরে গেছেন ওপেনার তামিম ইকবাল। উইন্ডিজ পেসার কেমার রোচের ভেতরে ঢোকা এক ডেলিভারি তামিমের প্যাড ছুঁয়ে স্টাম্প ভেঙে দেয়। ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৩ রান। উইকেটে আছেন সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত।
প্রায় এক বছর পর টেস্ট খেলছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরলো মুমিনুল হকের দল।
খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দুই পেসার খেলানোর সাহস দেখায়নি বাংলাদেশ। চার স্পিনার ও এক পেসার নিয়ে মাঠে নেমেছে ঘরের মাঠের দলটি। অদ্ভুত কারণে একাদশে জায়গা হয়নি টেস্টের নিয়মিত সদস্য আবু জায়েদ রাহির। একমাত্র পেসার হিসেবে খেলছেন মুস্তাফিজুর রহমান। ২০১৯ সালের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন বাঁহাতি এই পেসার।
সাকিব আল হাসানের সঙ্গে স্পিন আক্রমণ সামলাবেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান। তামিম ইকবালের সঙ্গী হিসেবে ইনিংস উদ্বোধন করবেন সাদমান ইসলাম। দলে জায়গা হয়নি সাইফ হাসানের। একাদশের বাইরে থাকা বাকি ক্রিকেটাররা হলেন। মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।