এক আবরারের মৃত্যুর পর আরও ১৭ ‘আবরার’ চান্স পেলেন বুয়েটে
মাত্র ২০ দিন আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরের কারণে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যু সারাদেশকে নাড়িয়ে দিয়েছিলো।
মেধাবী এই শিক্ষার্থীর এমন নির্মম মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে রাজপথে নেমেছিলো বুয়েটসহ সারাদেশের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই গত ১৪ অক্টোবর বুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ পড়ায় বুয়েট শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করে। শোকার্ত ক্যাম্পাসে হয় ভর্তি পরীক্ষা।
১ হাজার ৬০টি আসনের বিপরীতে সেই ভর্তি পরীক্ষার মাধ্যমে বুয়েট ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন আরও ১৫ জন শিক্ষার্থী যাদের নামের কোনো না কোনো অংশে ‘আবরার’ শব্দটি রয়েছে। এছাড়াও অপেক্ষমাণ তালিকায় আছেন আরো দুজন শিক্ষার্থী যাদের নামের অংশে ‘আবরার’ আছে।
তবে এর চেয়েও কাকতালীয় যে বিষয় তা হলো, স্থাপত্য বিভাগের ভর্তি পরীক্ষায় যে ভর্তিচ্ছু প্রথম হয়েছেন তার নামও আবরার। প্রথম স্থান অধিকারকারী এই শিক্ষার্থীর পুরো নাম কাজী আবরার মাহমুদ। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থী ছিলেন।
ভর্তি পরীক্ষার মাধ্যমে যে সকল ‘আবরার’ নামের শিক্ষার্থী বুয়েটে ভর্তির সুযোগ পাচ্ছেন-
কাজী আবরার মাহমুদ (১ম) (স্থাপত্য)
আবরার আল শহীদ আবির (৬৬তম)
আবরার মো. মাহির (৮২তম)
আবরার মাহমুদ (১৯৩তম)
কাজী আবরার মাহমুদ (২৪২তম)
মো. আবরার জাহিন (২৯২তম)
আবরার ফাইয়াজ ইরাম (৩০১তম)
আবরার জাহিন নিলয় (৩১৪তম)
মো. আবরার জাহিন চৌধুরী (৩৪৫)
আবরার মিশকাত (৪৭৮তম)
আবরার আহমেদ (৬৭০তম)
আবরার ফাইয়াজ মাহবুব নাশিক (৭৪৮তম)
আবরার হামিম মাসিহ (৮৪৭তম)
মোস্তফা আবরার মাহির (৯১৪তম)
আবরার বিন সালাহ উদ্দিন (৯৩০তম)
অপেক্ষমাণ তালিকায় নির্বাচিত হয়েছেন-
মো. মাহির আবরার খান (১০৫৪তম)
আবরার আবদুল্লাহ দিয়াম (১০৭২তম)