নেটফ্লিক্সে ৬৪ দেশে নাম্বার ওয়ান ‘দ্য হোয়াইট টাইগার’
নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার প্রথম চার সপ্তাহের মধ্যে ২ কোটি ৭০ লাখ দর্শক ঘরে বসে 'দ্য হোয়াইট টাইগার' চলচ্চিত্রটি দেখেছেন বলে এক ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন এর অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
গত ১৩ জানুয়ারি মুক্তি পাওয়ার পর থেকে এটি ৬৪ দেশে নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা কনটেন্টের শীর্ষস্থানে জায়গা করে রেখেছে।
'এই তুখোড় ও দুর্দান্ত কাহিনির চলচ্চিত্রটিকে মানুষ এমন আপন করে নিয়েছে দেখে ভীষণ আবেগাক্রান্ত হয়ে পড়েছি আমি,' ইনস্টাগ্রামে লিখেন বলিউড তারকা প্রিয়াঙ্কা। একইসঙ্গে তিনি 'দ্য হোয়াইট টাইগার' টিমকে অভিবাদন ও ধন্যবাদ জানান।
একই নামে ২০০৮ সালে প্রকাশিত অরবিন্দ আদিগার উপন্যাস অবলম্বনে বানানো হয়েছে চলচ্চিত্রটি। উৎস-উপন্যাসটি প্রকাশের বছর মর্যাদাপূর্ণ ম্যান বুকার প্রাইজ লাভ করে।
এই চলচ্চিত্রে পিংকি চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। অন্যদিকে, প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আদর্শ গৌরভ। আরও অভিনয় করেছেন বলিউড তারকা রাজকুমার রাও।
গৌরভ অভিনীত চরিত্রের নাম বলরাম। দারিদ্র্য থেকে রেহাই পেতে এক ধনী দম্পতির কাজের লোক ও গাড়িচালক হিসেবে কাজ করে সে। এখানে ওই দম্পতির চরিত্রে দেখা মেলে প্রিয়াঙ্কা-রাজকুমার জুটির।
চলচ্চিত্রটি পরিচালনা করেন রামিন বাহরানি।
- সূত্র: দ্য ন্যাশনাল