আন্দোলনজীবীরা পরজীবী: কৃষক আন্দোলন নিয়ে মোদি
রাষ্ট্রপতি ভাষণের জবাবে ধন্যবাদ দিতে গিয়ে ভারতের চলমান কৃষক আন্দোলন নিয়ে সংসদে কড়া বার্তা দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংসদে দেওয়া বক্তব্যে কৃষক আন্দোলনকারী এবং তাদের সমর্থকদের কটাক্ষ করে মোদি বলেন, ''আমরা শ্রমজীবী শব্দটা শুনেছি। কিন্তু এখন একটা নতুন প্রবণতা এসেছে 'আন্দোলনজীবী'। এই আন্দোলনজীবীদের থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে হবে। দেশকে বাঁচাতে হবে। এই আন্দোলনজীবীদের চিহ্নিত করতে হবে। কারণ এরাই দেশের অগ্রগতির পথে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছেন। এই আন্দোলনজীবীরাই দেশের 'পরজীবী'। এই 'পরজীবী'দের তুলে ছুড়ে ফেলে দিতে হবে।"
মোদি বলেন, আন্দোলন হতেই পারে। কিন্তু এর পাশাপাশি কৃষকদেরও বোঝানো উচিত যে দেশের অগ্রগতির জন্য বদল আনা জরুরি। কিন্তু তা না করে বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে।
তিনি বলেন, "এক সময় এই সংস্কারের পক্ষে অনেকেই ছিলেন। আজ যখন মোদী সরকার এই সংস্কার কার্যকর করতে চলেছে, সেই ব্যক্তিরাই এখন উল্টো সুর ধরেছেন।"
"নতুন ঘর সাজাতে গেলে যেমন একটু সময় লাগে, তেমনই নতুন কোনও বিষয় আনার পর তা নিয়ে একটু আধটু টানাপড়েন চলতেই পারে। কিন্তু সার্বিক ভাবে সেই টানাপড়েনকে জারি রাখা মোটেই ঠিক নয়। এতে দেশের অগ্রগতি হয় না।"
বক্তব্যে মোদি বলেন, "দেশকে এগিয়ে নিয়ে উচিত। পিছনে ঠেলে দেওয়া নয়। বিরোধী হোক বা আন্দোলনকারী সকলে মিলে এই সংস্কারকে এক বার কার্যকর হওয়ার সুযোগ দিন।"
সূত্র: আনন্দবাজার পত্রিকা