গুরুতর অসুস্থতার শতকরা ৮০ ভাগ ঝুঁকি কমাবে কোভিড ভ্যাকসিন
কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে প্রতিনিয়তই নতুন নতুন তথ্য ও উদ্ভাবন তুলে ধরছেন বিজ্ঞানীরা। সম্প্রতি ইংল্যান্ডের বিজ্ঞানীদের একটি বিশ্লেষণে জানা গেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজার-বায়োএনটেক কোভিড ভ্যাকসিনের একটি ডোজ গ্রহণেই হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণের মত গুরুতর পর্যায়ে অসুস্থতার হার শতকরা ৮০ভাগ পর্যন্ত কমতে পারে।
দ্য পাবলিক হেলথ ইংল্যান্ডের প্রদত্ত এ ডাটা অনুসারে, টিকাগ্রহণের তিন থেকে চার সপ্তাহের মধ্যে এ প্রভাব কার্যকর হবে।
উল্লেখ্য, প্রতিবেদনটি ৮০ বছরের বেশি বয়সী লোকদের উপর পর্যবেক্ষণের ভিত্তিতে তৈরি হয়েছে যারা ভ্যাকসিনের প্রথম ডোজটি গ্রহণ করেছেন।
দেশটির অন্যান্য বিজ্ঞানীরাও এ ফলাফলটির প্রশংসা করেছেন, তবে এটিও জোর দিয়ে বলেছেন যে, সর্বোচ্চ সুরক্ষার জন্য টিকার দুটি ডোজই প্রয়োজন।
গত সপ্তাহে স্কটল্যান্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষও প্রায় কাছাকাছি একই রকমের প্রতিবেদন প্রকাশ করেছিল।
ইংল্যান্ডের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক সোমবার ডাউনিং স্ট্রিটে একটি ব্রিফিংয়ে ভ্যাকসিন গবেষণায় প্রাপ্ত এই সর্বশেষ ফলাফলটিকে 'খুব শক্তিশালী' বলে উল্লেখ করেন।
গত কয়েক সপ্তাহে যুক্তরাজ্যের হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোতে আশি বছর বা উর্ধ্ব বয়সীদের ভর্তি হবার প্রবণতা হ্রাসকেও এই অনুসন্ধানটি ব্যাখ্যা করছে বলে স্বাস্থ্য সচিব জানান।
এছাড়াও সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের ডেপুটি চিফ মেডিকেল অফিসার অধ্যাপক জোনাথান ভ্যান-ট্যাম বলেন, 'আগামী কয়েক সপ্তাহের মধ্যে টিকাদান কর্মসূচীর ফলে আমরা যে ভিন্ন পৃথিবী অবলোকন করতে যাচ্ছি, এ তারই ঝলক'।
তবে তিনিও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের প্রয়োজনীয়তার উপরে জোর দেন।
তিনি বলেন, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি আমাদের 'ইম্যিউন রেসপন্সকে' আরও অধিকতর পরিপক্ক করে তুলতে সাহায্য করবে।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত ২০ মিলিয়নেরও বেশি মানুষ কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজটি গ্রহণ করেছেন- যা দেশটির প্রাপ্তবয়স্ক জনসংখ্যার এক তৃতীয়াংশের বেশি।
এছাড়া, গত ২৮ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেখানে ১০৪ জন মৃত্যুবরণ করেছেন, আক্রান্ত হয়েছেন নতুন করে আরও ৫,৪৫৫ জন।
- সূত্রঃ বিবিসি