চোটের কারণে প্রস্তুতি ম্যাচে নেই মোসাদ্দেক
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আর মাত্র কদিন বাকি। এমন সময়ে এসে চোটে পড়েছেন বাংলাদেশের মোসাদ্দেক হোসেন সৈকত। কুইন্সটাউনে বাংলাদেশের প্রথম অনুশীলনের সেশনে গত বৃহস্পতিবার হাঁটুতে চোট পান ডানহাতি এই অলরাউন্ডার। বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, এই চোটের কারণে মঙ্গলবারের প্রস্তুতি ম্যাচে খেলা হচ্ছে না মোসাদ্দেকের।
কুইন্সটাউনে ক্যাম্পের শেষ দিনে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। জন ডেভিস ওভালে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টায় শুরু হবে একদিনের ম্যাচটি। বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি নিউজিল্যান্ডের স্থানীয় ৫ জন ক্রিকেটার খেলবেন এই ম্যাচে। একাদশ দুটির নাম দেওয়া হয়েছে তামিম একাদশ ও নাজমুল একাদশ।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ২০ জন ক্রিকেটার নিয়ে নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ দল। মোসাদ্দেক না থাকায় ১৯ জনে নেমে এসেছে ক্রিকেটার সংখ্যা। স্থানীয় ৫ জন ক্রিকেটার নিয়ে দুই দলে ১২ জন করে ক্রিকেটার রাখা হয়েছে।
কুইন্সটাউনে ক্যাম্প শেষে বাংলাদেশ দল চলে যাবে প্রথম ওয়ানডের ভেন্যু ডানেডিনে। আগামী ২০ মার্চ এখানেই তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। ২৩ মার্চ ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচটি দিবা-রাত্রির।
২৬ মার্চ ওয়েলিংটনে শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে।
তামিম একাদশ: তামিম ইকবাল, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মাহেদী হাসান, নিউজিল্যান্ড ব্যাটসম্যান ১, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন ও নিউজিল্যান্ড প্লেয়ার ৪।
নাজমুল একাদশ: লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, নিউজিল্যান্ড প্লেয়ার ২, নিউজিল্যান্ড প্লেয়ার ৩, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও নিউজিল্যান্ড প্লেয়ার ৫।