স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশীদ আলম করোনায় আক্রান্ত
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এবং লাইন ডিরেক্টর মিজানুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ (শনিবার) মিজানুর রহমান এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেন।
'উপসর্গ দেখা দিলে মহাপরিচালক ও আমি কোভিড-১৯-এর নমুনা পরীক্ষা করিয়েছিলাম,' বলে তিনি আরও জানান, দু'দিন আগে তাদের টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে।
'আমরা দুজনেই এখন যার যার বাসায় রয়েছি এবং সুস্থ অনুভব করছি,' বলেন মিজানুর রহমান।
এর আগে, গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের একটি অনুষ্ঠানে যোগ দেন মহাপরিচালক এবিএম খুরশীদ আলম। সেই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদি সাব্রিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এবং স্বাস্থ্য বিভাগের অন্তত ২০ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এদিকে, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫ লাখ ৬৬ হাজার ৮৩৮ জনের শরীরে, যাদের মধ্যে ৮ হাজার ৬৪২ জন প্রাণ হারিয়েছেন।
দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ এবং এ ভাইরাসে প্রথম প্রাণহানি ঘটে সে বছরেরই ১৮ মার্চ।