সড়ক পরিবহন আইন বাস্তবায়নে বিআরটিএ এর ভ্রাম্যমান আদালত
নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে সড়কে ভ্রাম্যমান আদালত কার্যকর করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি)।
সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ৮ টি স্থানে বিআরটিএ’র মোবাইল কোর্ট কাজ করেছে। সকাল ১০ টা থেকে শুরু হয়ে বেলা ৩ টা পর্যন্ত কাজ করবে এই আদালত।
বনানীর কাকলীতে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে ১১ টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদেরকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সামিরুল ইসলাম।
এদিকে রাজধানীর মানিক মিয়া এভিন্যিউতে ভ্রাম্যমান আদালতের ২ টি ইউনিট সকাল থেকে কার্যকর আছে। একটি ইউনিটে মোট ২০ টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, জরিমানা করা হয়েছে মোট ১৪ হাজার টাকা। সেখানে কর্মরত বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেন।
আর ২নং ইউনিটে ১০ টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাহ সাদিয়া তাসনিম।
রোববার (১৭ নভেম্বর) এ বিষয়ে এক গেজেট প্রকাশ করা হয়েছে।
সড়ক ও পরিবহন আইন ২০১৮ পাশ হয়েছে এক বছর হয়ে গেছে। ১ নভেম্বর থেকে আইনটি কার্যকর হওয়ার কথা ছিল। অবশেষে আইনটি বাস্তবায়নে কার্যকর করা হয়েছে ভ্রাম্যমান আদালত।