গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস
২৬ মার্চ, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল তাদের হোমপেজে বিশেষ ডুডল তৈরি করেছে।
শুক্রবার রাত ১২টার পর থেকেই বাংলাদেশের লাল-সবুজ পতাকা সম্বলিত এই ডুডলটি গুগলের সার্চবক্সে দেখা যাচ্ছে। ডুডলটির একেবারে মাঝে মাউস দিয়ে ক্লিক করলেই বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস ও বিভিন্ন নিবন্ধ সম্বলিত লেখার ওয়েবসাইট দেখাবে গুগল।
২০১৩ সালে প্রথমবার বাংলাদেশের স্বাধীনতা দিবসের সম্মানে ডুডল তৈরি করেছিল গুগল। তখন স্বাধীনতার ৪৩তম বার্ষিকী ছিল।
গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবসে এবং বিশেষ কোন ব্যক্তির স্মরণে ডুডল প্রকাশ করাটা যেন রীতিমত ঐতিহ্যে পরিণত হয়েছে গুগলের। গুগলের প্রথম ডুডল যোগ হয় ১৯৯৮ সালে।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি সামরিক বাহিনী। ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। তার আহবানে সাড়া দিয়ে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনেন বীর বাঙালিরা। পৃথিবীর বুকে অভ্যুদয় ঘটে নতুন একটি স্বাধীন দেশের- বাংলাদেশ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ বছর বাংলাদেশ ১০ দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করেছে। গত ১৭ই মার্চ জাতির জনকের জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
দক্ষিণ এশিয়ার ৫টি দেশের নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে আসার মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটবে।