বুধবার থেকে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন, ভাড়া বাড়বে ৬০%
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে যাত্রীদের শারীরিক দূরত্ব নিশ্চিত করতে গণপরিবহনগুলো ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করবে; এর পাশাপাশি গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বুধবার (৩১ মার্চ) থেকে সারাদেশে এ নির্দেশ কার্যকর হবে বলে জানায় সময় সংবাদ। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
এছাড়া মঙ্গলবার দুপুরে বাংলাদেশ রেলওয়ের ফেসবুক পেজ থেকে জানানো হয়, নভেল করোনাভাইরাসের প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ার ফলে যাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আগামী ১লা এপ্রিল, ২০২১ হতে সকল ট্রেনে ৫০% যাত্রী পরিবহন করা হবে।
সেখানে আরও জানানো হয়, প্রতিটি ট্রেনের ৫০% টিকিট বিক্রয় করা হবে। যার ২৫% কাউন্টারে এবং ২৫% অনলাইনে বিক্রয় করা হবে। যাত্রীদের অযথা কাউন্টারে ভীড় করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার (২৯ মার্চ) করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আগামী দুই সপ্তাহের জন্য ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। সেখানে গণপরিবহনে অর্ধেকের বেশি যাত্রী নেওয়া যাবে না বলে জানানো হয়েছে। একই সঙ্গে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।
এদিকে গতকাল ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ৫ হাজার ১৮১ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৮৯৫ এ। বাংলাদেশে করোনাভাইরাসে এটিই এ যাবৎকালের সর্বোচ্চ শনাক্ত।
এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও সপ্তাহজুড়ে ওঠানামা করছে। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। গত বছরের ২৮ আগস্টের পর এটিই সর্বোচ্চ মৃত্যু সংখ্যা। এ নিয়ে গত ১ বছরে কোভিডজনিত কারণে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৯৪৯।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ১৮ দশমিক ৩৮ শতাংশ ও মৃত্যুহার ছিল ১ দশমিক ৪৯ শতাংশ।