অর্ধেকের বেশি যাত্রী নিচ্ছে না গণপরিবহনগুলো, ভোগান্তিতে নগরবাসী
সরকারী নির্দেশনা মেনে গণপরিবহনগুলো ধারণ ক্ষমতার শতকরা ৫০ শতাংশ যাত্রী পরিবহন করায় বুধবার সকাল থেকেই ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে। বিশেষ করে, অফিসগামী যাত্রীরা সকাল থেকে বাসে সিট না পেয়ে দুর্ভোগের শিকার হন।
পর্যাপ্ত আসন না থাকায় অনেক যাত্রী হতাশায় হেঁটেই গন্তব্যস্থলের দিকে রওনা দেন।
এদিকে, বাস ভাড়া বৃদ্ধি নিয়ে সরকারী সিদ্ধান্তের প্রতিবাদ করে খিলক্ষেত এলাকায় বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ যাত্রীদের একটি অংশ।
বনানী থানার পরিদর্শক (টহল) লিটন মতিন জানান, যাত্রীরা সকাল দশটা থেকে রাস্তা অবরোধ করে রাখে।
আজ রাজধানীর সকল বাস স্টপেজে একই দৃশ্য দেখা গেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে যাত্রীদের শারীরিক দূরত্ব নিশ্চিত করতে বুধবার (৩১ মার্চ) থেকে সারাদেশে গণপরিবহনগুলো ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করবে; এর পাশাপাশি গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, সোমবার (২৯ মার্চ) করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আগামী দুই সপ্তাহের জন্য ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। সেখানে গণপরিবহনে অর্ধেকের বেশি যাত্রী নেওয়া যাবে না বলে জানানো হয়েছে। একই সঙ্গে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।