শাহ আমানতে দেড় কোটি টাকার সিগারেট জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ২৯ জন যাত্রীর কাছ থেকে দেড় কোটি টাকা মুল্যের সিগারেট জব্দ করা হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) ভোরে মদিনা থেকে আসা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি ১৩৮ নম্বর ফ্লাইটের যাত্রীদের থেকে এক কোটি ৪৩ লাখ ৮৬ হাজার টাকা মুল্যের ৭,১৮৩ কার্টন সিগারেট জব্দ করে কাস্টম কর্মকর্তারা।
চট্টগ্রাম কাস্টমস হাউজের এয়ারপোর্ট ইউনিটের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে ২৯ যাত্রীর কাছ থেকে ইজি, বেনসন, ডানহিল এবং ৩০৩ ব্রান্ডের ৭,১৮৩ কার্টন সিগারেট উদ্ধার হয়।
তিনি আরও জানান, বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে ওমরাহ হজ্ব যাত্রী ছিলো। স্বাভাভিকভাবে হজ্ব যাত্রীদের তল্লাশি কম করা হয়। এই সুযোগ নিয়ে হজ্ব ফ্লাইটের ওই ২৯ জন যাত্রী সিগারেট নিয়ে আসার চেষ্টা করে। স্ক্যানিংয়ের সময় তাদের ব্যাগেজে সিগারেট ধরা পড়ে। তবে কোন হজ্ব যাত্রীর কাছ থেকে সিগারেট পাওয়া যায় নি। এই ঘটনায় কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।