এবারের লকডাউনে আরও কঠোর হবে পুলিশ: ডিএমপি প্রধান
সোমবার থেকে দেশজুড়ে জারি হওয়া লকডাউন বাস্তবায়নে পুলিশ আগের চেয়ে কঠোর হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।
"গত লকডাউনে মানুষ নানা অজুহাতে বাইরে বের হতো।এব্যাপারে এবার আরও কঠোর হব আমরা," আজ সরকারের লকডাউনের ঘোষণার কয়েক ঘণ্টা পর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এসব কথা বলেন তিনি।
"কাউকে লকডাউন ও স্বাস্থবিধি অমান্য করতে দেওয়া হবে না।" যোগ করেন তিনি।
গত বছরের লকডাউনের পরিস্থিতি মূল্যায়ন করে এবছর লকডাউন বাস্তবায়নের বিষয়ে রোববার পুলিশের বৈঠক হবে বলেও জানান তিনি।
এর আগে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে সরকার।