ফিরতি ফ্লাইটের টিকিট পেতে সৌদি প্রবাসীদের বিশৃঙ্খলা
ফ্লাইটের টিকিট পেতে আজ রোববার (১৮ এপ্রিল) সকালে ঢাকায় প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস অফিসের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন সৌদি ফিরতে ইচ্ছুক প্রবাসীরা।
দেশে চলমান কোভিড-১৯ পরিস্থিতির অবনতি ও কঠোর লকডাউনের মধ্যেই নিজেদের ফিরতি টিকিটের জন্য এয়ারলাইন কার্যালয়ের সামনে ভিড় করেন তারা।
এপ্রসঙ্গে, সৌদি এয়ারলাইনসের ঢাকা কার্যালয়ের ম্যানেজার (সেলস) ওমর খৈয়াম বলেন, "আমরা শনিবার থেকে ফিরতি টিকিট দেয়া শুরু করেছি। তাই অভিবাসীরা এখানে জড়ো হয়েছেন।"
তিনি আরও বলেন, "যদিও আমরা নিয়মশৃঙ্খলা রক্ষার চেষ্টা করেছি, কিন্তু অভিবাসীরা নিজের টিকিট পেতে লাইন না মেনেই ঘোরাফেরা করেছেন।"
তার কাছ থেকে জানা যায়, ছয় মাস ধরে অভিবাসীরা দেশে এসে আটকা পড়ায় এয়ারলাইনস কর্তৃপক্ষ গত বছরই তাদের টোকেন দিয়ে দিয়েছিল; কিন্তু বর্তমানে লকডাউনের ফলে পাঁচদিন যাবৎ ফ্লাইট বাতিল করা হয়েছে।
এই কর্মকর্তা জানান, সৌদি আরব আজ একটি ও আগামীকাল দুটি ফ্লাইট চালু করবে।
লকডাউনের কারণে গত চারদিন ধরে ফ্লাইটগুলো বাতিল করা হয়। যদিও অভিবাসীদের জন্য শনিবার থেকেই ফ্লাইট চালু হওয়ার কথা ছিল, কিন্তু, সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষ সেই পরিকল্পনাও বাতিল করে।
অভিবাসীদের প্রতিবাদের পর সৌদি এয়ারলাইনস জানায়, তারা রোববার থেকে বিশেষ ফ্লাইট চালু করবে এবং ১৪-১৭ এপ্রিল পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর টিকিট আবার দেওয়া শুরু করে।