অপহৃত ইয়েমেনি মডেল ইন্তেজার হাম্মাদির ভাগ্যে ‘নির্জন কারাবাস’
ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা নিজ দেশের মডেল ও অভিনেত্রী এন্তেসার আল-হাম্মাদিকে আপহরণের পর শাস্তি হিসেবে নির্জন কারাগারে পাঠিয়েছে। হাম্মাদির খালেদ মোহাম্মদ আল-কামাল আইনজীবী গত বৃহস্পতিবার এ কথা জানান।
আরব নিউজকে তিনি বলেন, 'হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত পশ্চিম সানা আদালতের একজন প্রসিকিউটর বুধবার কেন্দ্রীয় কারাগারে হাম্মাদিকে জিজ্ঞাসাবাদ করেন। গত কয়েক সপ্তাহ ধরে কর্মকর্তারা তাকে আদালতে বিচারের জন্য প্রেরণে অনাগ্রহ প্রকাশের পর প্রসিকিউটর এই মডেলকে জিজ্ঞাসাবাদ করেন।'
হুথির 'তদন্ত' চলাকালে ২০ বছর বয়সী আল-হাম্মাদি একজন কয়েদির সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে যান। এক পর্যায়ে তিনি অপহরণের ঘটনা এবং কারাগারের দুর্দশাপূর্ণ অবস্থার বিষয়ে চেঁচামেচি করতে থাকেন।
তার আইনজীবী বলেন, হুথি নিয়ন্ত্রিত ওই অঞ্চলের কারা-কর্মকর্তারা আল-হাম্মাদিকে নির্জন কারাগারে আটকে রেখে তার এই ক্ষোভের প্রতিক্রিয়া দেখিয়েছেন!
আইনজীবী আল-কামাল বলেন, 'হাম্মাদি তার সহ-বন্দিদের কাছ থেকে আলাদা হয়ে পড়েছেন। কারাগারে তিনি খুবই খারাপ মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন।'
এর আগে, গত ২০ ফেব্রুয়ারি সানার একটি রাস্তা থেকে আল-হাম্মাদি এবং তার দুই বন্ধুকে অপহরণ করা হয়। ইয়েমেনি কর্মকর্তারা জানিয়েছেন, এই তিন অভিনেত্রী একটি টিভি সিরিজের শুটিং করতে যাচ্ছিলেন, পথে হিথি বিদ্রোহীরা সানার হাদা স্ট্রিটে এই তিন অভিনেত্রীর গাড়ি থামিয়ে এক অজানা স্থানে নিয়ে যায় তাদের।
স্থানীয় এবং আন্তর্জাতিক নানান সংঘ'সহ সরকারি কর্মকর্তারা ইতোমধ্যে হাম্মাদি ও তার বন্ধুদের অপহরণ ঘটনার নিন্দা এবং একইসঙ্গে তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। অবশ্য সেই দাবি উপেক্ষা করে হাম্মাদিকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করেছে হুথি।
আল-কামাল জানান, এই মডেলের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অভিযোগ নেই, তবে তিনি সন্দেহ করেন, হুথিরা তার বিরুদ্ধে 'অনৈতিক কাজ' করার অভিযোগ করে থাকতে পারে, কারণ 'অভিনেত্রীরা নিজেদের চুল উন্মুক্ত রেখেছেন বা পুরুষ অভিভাবক ছাড়া পথে বের হয়েছেন।'
আল-হাম্মাদি দুটি টিভি ধারাবাহিক নাটকে অংশ নিয়েছিলেন এবং প্রকাশ্যে কথা বলেছিলেন আন্তর্জাতিক সুপারমডেল হওয়ার উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে। এছাড়া তিনি কোভিড-১৯ মহামারির সময় ঐতিহ্যবাহী ইয়েমেনি পোশাক এবং সৌন্দর্য পণ্যের প্রচারণার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার হাজির হয়েছিলেন।
মানবাধিকার কর্মী এবং সরকারি কর্মকর্তারা হুথিদের নারী দমনকে আল-কায়েদা এবং দায়েশের মতো সন্ত্রাসী সংগঠনের অনুরূপ কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেছে। এই অভিনেত্রীদের অপহৃত হওয়ার ঘটনা ইয়েমেনের অভ্যন্তরে এবং বাইরে ক্ষোভের সৃষ্টি করেছে।
-
সূত্র: আরব নিউজ