মমতাকে অভিনন্দন জানালেন মোদি
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে টানা তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল তৃণমূল কংগ্রেস। আর এ বিজয় লাভের পর মমতাকে অভিনন্দন জানিয়েছেন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ও কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নির্বাচনের ফল ঘোষণার মধ্যে বিজেপির পরাজয় অনেকটাই নিশ্চিত হয়ে গেলে এক টুইট বার্তায় মোদি বলেন, "পশ্চিমবঙ্গে জয়ের জন্য মমতা দিদিকে অভিনন্দন। জনগণের আকাঙ্ক্ষাগুলি পূরণে এবং কোভিড-১৯ মহামারীকে কাটিয়ে উঠতে কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান অব্যাহত রাখবে।"