মোহামেডানের হারানো গৌরব ফেরাতে চায় নতুন কমিটি
অনেক আগেই সেরা সময় হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ক্রীড়াঙ্গনে আগের সেই প্রতাপ আর নেই ঐতিহ্যবাহী এই ক্লাবটির। গত কয়েক বছরে মোহামেডানের পারফরম্যান্স দেখে বোঝার উপায় নেই, এই ক্লাবটিই এক সময় বিভিন্ন খেলায় শাসন করতো।
হারানো সেই গৌরব আবার ফিরিয়ে আনতে চায় ক্লাবটি। নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নিয়ে ক্লাবটির সুদিন ফেরানোর ঘোষণা দিয়েছে।
মাসুদুজ্জামানকে চেয়ারম্যান করে মোহামেডানের ক্রিকেট কমিটির দায়িত্ব আগেই দেওয়া হয়েছিল। এবার ১৮ জনকে নিয়ে গঠন করা হলো ক্রিকেট কমিটি। পাশাপাশি শক্তিশালী উপদেষ্টা ও টেকনিক্যাল কমিটিও গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটি ৬ সদস্যের, ৫ সদস্য নিয়ে গড়া হয়েছে টেকনিক্যাল কমিটি।
ব্যবসায়ীদের নিয়ে গড়া হয়েছে উপদেষ্টা কমিটি। বিজেএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানসহ উপদেষ্টা কমিটির অন্যরা হলেন বিসিবির তিন পরিচালক মাহবুব আনাম, হানিফ ভূঁইয়া ও শওকত আজিজ রাসেল। বাকি দুজন সাবেক পরিচালক কবির ভূঁইয়া এবং মিজানুর রহমান (সিনিয়র)।
টেকনিক্যাল কমিটিতে সাবেক ক্রিকেটারেদের রাখা হয়েছে। টেকনিক্যাল কমিটিতে আছেন আজহার হোসেন শান্টু, মিনহাজুল আবেদীন নান্নু, নাসির আহমেদ নাসু, হাবিবুল বাশার ও মোহাম্মদ শিপন।
টি-টোয়েন্টি ফরম্যাটে এবারের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হবে আগামী ৩১ মে। এই আসরে শিরোপায় চোখ মোহামেডানের। এমনই জানিয়েছেন ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান।
তিনি বলেন, 'আমরা মোহামেডানের হারানো গৌরব ফিরিয়ে আনতে চাই। জিততে চাই শিরোপা। সেই শিরোপা আমরা এ বছরই জিততে চাই। এ জন্য আমাদের নতুন কমিটির পক্ষ থেকে যা যা করা দরকার, তার সব করা হবে।'