বার্সার মেয়েদের মাথায় ইউরোপ সেরার মুকুট
লিওনেল মেসিরা লা লিগায় ধুঁকছেন। এবারও আসরটির শিরোপা জেতা হচ্ছে না তাদের। শেষের দিকে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে না পারায় অন্যের শিরোপা উদযাপন দেখা ছাড়া উপায় নেই কাতালানদের।
চ্যাম্পিয়ন্স লিগেও সুবিধা করতে পারেননি মেসি-গ্রিজম্যানরা, শেষ ১৬ থেকেই বিদায় নেয় তারা। তবে বার্সার মেয়েরা এ পথের পথিক নন। তাদের পথচলা ছিল দাপুটে।
পুরো মৌসুমজুড়ে অসাধারণ ফুটবল খেলা কাতালান নারী দলটি জিতেছে ইউরোপ সেরার মুকুট। ইংলিশ ক্লাব চেলসিকে হারিয়ে মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে তারা।
রোববার রাতে গুটেনবার্গে চেলসিকে পাত্তাই দেয়নি বার্সার মেয়েরা। একপেশে ফাইনালে চেলসিকে ৪-০ গোলে হারিয়ে দেয় তারা। প্রথম ৩৬ মিনিটেই সবগুলো গোলের দেখা পায় কাতালানরা।
বার্সার হয়ে গোল করেন আকেজিয়া পুতেয়াস, আইতানা বোনমাটি ও ক্যারোলিন গ্রাহাম হানসেন। প্রথম গোলটি ছিল চেলসির আত্মঘাতী।
এই শিরোপা জিতে অনেকদিনের অপেক্ষার ইতি টানলো বার্সার মেয়েরা। স্পেনের প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলেন তারা। এরআগে একবারই এই আসরটির ফাইনালে উঠেছিল বার্সার মেয়েরা। দুই বছর আগের সেই ফাইনালে লিঁওর বিপক্ষে ৪-১ গোলে হার মানে তারা।
চেলসির বিপক্ষে ম্যাচ শুরুর বাঁশি বাজতেই আক্রমণ সাজাতে শুরু করে বার্সা। এগিয়ে যেতেও সময় লাগেনি। ম্যাচের প্রথম মিনিটেই গোল পায় তারা। আত্মঘাতী গোল করে বসেন চেলসির জার্মান মিডফিল্ডার মেলানি লিওপোলজ।
চতুর্দশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আলেকজিয়া পুতেয়াস। ইয়াননি হারমোসোকে ফাউল করায় পেনাল্টি পায় বার্সেলোনা।
২০তম মিনিটে আরও এগিয়ে যায় বার্সা। এবারের চেলসির জালে বল পাঠান বার্সার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। ৩৬তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন ক্যারোলিন গ্রাহাম হানসেন।