যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির বড় জয়
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি।
গত পাঁচ বছরের মধ্যে যুক্তরাজ্যে তৃতীয় বারের মতো বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সাধারণ নির্বাচনে ভোট দেয় জনগণ।
শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ঘোষিত ৬৪৫টি আসনের ফলাফলে দেখা গেছে, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি জয় পেয়েছে ৩৬১টি আসনে এবং প্রধান বিরোধীদল লেবার পার্টি জয় পেয়েছে ২০৩টি আসনে।
গত সাধারণ নির্বাচনের তুলনায় কনজারভেটিভ পার্টি এবার ৪৭টি আসন বেশী পেয়েছে। অন্যদিকে লেবার পার্টি আগের তুলনায় ৫৯টি আসন খুইয়েছে।
১৯৮৭ সালের পর কনজারভেটিভ পার্টির সবচেয়ে বড় জয় এটি। অন্যদিকে ১৯৩৫ সালের পর লেবার পার্টির সবচেয়ে বড় হার এটি।
নির্বাচনে জয়লাভের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, দেশের সাধারণ নির্বাচনের ফল ব্রেক্সিট বাস্তবায়নের জন্য নতুন শক্তিশালী ম্যান্ডেট।
তিনি বলেন, ঐতিহাসিক এই নির্বাচনের মধ্য দিয়ে ব্রিটিশদের গণতান্ত্রিক ইচ্ছাকে সম্মান দেখানো এবং দেশকে আরও উন্নত করার সুযোগ দিয়েছে জনগণ।
অন্যদিকে অন্যদিকে ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন ভোটের এই ফলকে ‘হতাশাজনক’ হিসেবে বর্ণনা করে জানিয়েছেন, আগামী নির্বাচনে তিনি আর পার্টির নেতৃত্বে থাকবেন না।