উপহার হিসেবে আরও ছয় লাখ ডোজ ভ্যাকসিন দেবে চীন
কোভিড-১৯ প্রতিষেধকের আরও ৬ লাখ ডোজের দ্বিতীয় চালানটিও বাংলাদেশে উপহার হিসেবে পাঠাবে চীন। চীনা পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির স্টেট কাউন্সিলর ওয়াং ই আজ শুক্রবার (২১মে) তার বাংলাদেশি প্রতিপক্ষ ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক ফোনালাপে এই সিদ্ধান্তের কথা জানান।
মাত্র নয়দিন আগেই ৫ লাখ ডোজের প্রথম চালান উপহার দেয় বেইজিং। তারপর, সাম্প্রতিক সিদ্ধান্ত দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি চীনের অতি- গুরুত্বারোপের দিকটি তুলে ধরছে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত গণচীনের দূতাবাস।
চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর ও ডিসিএম হুয়ালং ইয়ান বলেন, "সুসময় হোক বা দুঃসময়, চীন সব সময় তার বাংলাদেশি বন্ধুদের পাশেই থাকবে।"
দূতাবাস জানায়, বাংলাদেশের মহামারি পরিস্থিতির ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে চীন। মহামারির দ্বিতীয় ঢেউয়ের প্রাদুর্ভাব চলাকালে বন্ধুরাষ্ট্র বাংলাদেশের জরুরি ভ্যাকসিন চাহিদা নিয়ে চীনও উদ্বিগ্ন। এজন্যেই নিজ দেশসহ বিশ্বব্যাপী বিপুল চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপহারের দ্বিতীয় চালানটি পৌঁছালে তা বাংলাদেশ সরকার ও জনগণকে কোভিড প্রাদুর্ভাবের বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা তৈরিতে সাহায্য করবে বলেও চীনা দূতাবাস আশা প্রকাশ করে।
পাশাপাশি, আগামী দিনে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশকে কোভিড বিরোধী লড়াইয়ে দরকারি সব রকম সহায়তা দিতেও চীন আগ্রহী বলে জানানো হয়। একইসঙ্গে, বাংলাদেশের সঙ্গে মহামারি বিরোধী সহযোগিতার ভিত্তি মজবুত করে উভয় দেশের জনগণের স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা নিশ্চিতেও কাজ করতে আগ্রহী বেইজিং।