দুই বছরের জন্য হোম সিরিজের স্পন্সর আলেশা হোল্ডিংস
কয়েকদিন আগে টিভি স্বত্ব বিক্রি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬১ কোটি টাকায় আড়াই বছরের জন্য টিভি স্বত্ব কিনেছে দেশীয় মার্কেটিং এজেন্সি ব্যানটেক। এবার হোম সিরিজের স্পন্সরশিপ বিক্রি করলো দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হোম সিরিজের স্পন্সর হয়েছে আলেশা হোল্ডিংস।
টিম স্পন্সর, কিট স্পন্সর এবং টিভি স্বত্ব বিক্রির পর দুই বছরের জন্য হোম সিরিজের স্পন্সর এবং গ্রাউন্ড ব্র্যান্ডিং স্বত্বর জন্য দরপত্র আহ্বান করে বিসিবি। ২৬ কোটি টাকা ফ্লোর প্রাইজ নির্ধারণ করা হয়। ৩২ কোটি ৫৫ লাখ টাকায় হোম সিরিজের স্বত্ব কিনে নেয় ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম। বিজ্ঞাপনী এ সংস্থার কাছ থেকে স্পন্সরশিপ কিনে নেয় আলেশা হোল্ডিংস এবং ওয়ালটন।
শনিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে স্পন্সর হিসেবে আলেশা হোল্ডিংস ও ওয়ালটনের নাম ঘোষণা করে বিসিবি। আলেশা হোল্ডিংসের দুই বছরের সফর শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। এই সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে আলেশা হোল্ডিংসের অঙ্গপ্রতিষ্ঠান আলেশা মার্ট, পাওয়ার স্পন্সর ওয়ালটন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সিরিজের নাম 'বঙ্গবন্ধু ওডিআই সিরিজ ২০২১-বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, প্রেজেন্টেট বাই-আলেশা মার্ট, পাওয়ার্ড বাই-ওয়ালটন।'
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী, আলেশা মার্টের নির্বাহী পরিচালক নাহিদ জাহান এবং ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম।
নিজাম উদ্দীন চৌধুরী বলেন, 'আমরা দীর্ঘমেয়াদে হোম সিরিজের স্বত্ব বিক্রির জন্য দরপত্র দিয়েছিলাম। আমাদের যে প্রত্যাশা ছিল, তার থেকে বেশি আমরা পাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলেশা হোল্ডিংস এবং ওয়ালটনকে ধন্যবাদ জানাচ্ছে। ক্রিকেটের উন্নয়নে বরাবরই ওয়ালটন পাশে ছিল। এবার আলেশা হোল্ডিংসকে আমরা পাশে পেয়েছি।'
আলেশা হোল্ডিংসের পক্ষ থেকে নাহিদা জাহান বলেন, 'আলেশা মার্ট বাংলাদেশের বাজারে ভোক্তাদের সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। ক্রিকেট এমন একটি মঞ্চ যেখানে বাংলাদেশের সবাই এক হয়ে কাজ করে। ক্রিকেটকে আরও একধাপ এগিয়ে নিতে, বাংলাদেশ ক্রিকেট দলকে অনুপ্রাণিত করতে আলেশা হোল্ডিংস আগামী দুই বছর সম্পৃক্ত থাকবে।'
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ২৩ মে। এদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১টায় প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। পরের দুটি ওয়ানডে মিরপুরেই ২৫ ও ২৮ মে অনুষ্ঠিত হবে।