ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ৩২৩ প্রাণহানি
দেশে কোভিড-১৯ লকডাউন ও ঈদের ছুটি চলাকালীন সময়েও সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩২৩ জন নিহত হয়েছেন।
এছাড়া, ৭ মে- ১৫ মে'র মধ্যে ঈদ-উল-ফিতরের ছুটির সময় বাড়ি যাওয়ার পথে ৩১৮টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৬২২ জন।
রোববার (২৩ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
নিহতদের মধ্যে ২২ জন শিশু ও ৩৫ জন নারী ছিলেন।
৩২৩টি সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৩১ জন।
এরমধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা সবচেয়ে বেশি, ১৪৪টি দুর্ঘটনায় ১৩৯ জন মারা গেছেন।
যানবাহনের উচ্চগতি, সড়কে সতর্কতা সংকেতের অভাব, মহাসড়ক ও যানবাহনে ত্রুটি- এসব দুর্ঘটনার কারণ হিসেবে সংগঠনটি এই কারণগুলো চিহ্নিত করেছে।
দেশজুড়ে দুর্ঘটনা কমিয়ে আনতে নয়টি পরামর্শও রেখেছে সংগঠনটি।
সড়ক দুর্ঘটনাকে করোনাভাইরাসের মতো প্রাণঘাতী হিসেবে চিহ্নিত করে সরকারকে উপযুক্ত পদক্ষেপ নেওয়া আহ্বান জানানো হয়েছে।