সিরিজ জিতেও তামিমের আক্ষেপ
তিনি ফরম্যাট মিলিয়ে টানা ১০ ম্যাচে জয়হীন। একটি জয়ের সন্ধানে হন্যে হয়ে ফিরছিলো বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতেই মেলে স্বস্তির জয়। দ্বিতীয় ওয়ানডেতে ১০৩ বিশাল জয়ে সিরিজও নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। টানা দুই জয়ে সিরিজ মুঠোয় চলে আসায় খুশি তামিম ইকবাল। তবে পুরোপুরি তৃপ্ত নন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
সিরিজ জয়ের পর উল্টো আক্ষেপ করতে দেখা গেল তামিমকে। তার ভাষায়, বাংলাদেশ এখনও 'পারফেক্ট' ম্যাচ খেলতে পারেনি। লঙ্কানদের বিপক্ষে দুই ওয়ানডেতে বাংলাদেশ তাদের সেরা পারফরম্যান্স করতে পারেনি। জয় মিললেও ব্যাট হাতে গড়া হয়নি বড় সংগ্রহ। যাদের ওপর অনেক প্রত্যাশা, তাদের অনেকেই এখনও অনুজ্জ্বল। সব মিলিয়ে তামিমের অপেক্ষা পারফেক্ট ম্যাচের।
তৃতীয় ওয়ানডেতে এই আক্ষেপ ঘোচানোর আশা তামিমের। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, 'সৌভাগ্যবসত আমরা দুটি ম্যাচ জিতেছি। সিরিজ জয়ে আমরা খুশি। তবে আমরা এখনও পারফেক্ট ম্যাচ খেলতে পারিনি। আশা করি তৃতীয় ম্যাচে পারব।'
সিরিজ নিশ্চিত করার ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা ছিল বাজে। দিকাহারা দলকে পথ দেখিয়েছেন ১২৫ রানের দারুণ ইনিংস খেলা মুশফিকুর রহিম। তার সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের ৮৭ রানের জুটি বাংলাদেশকে ঠিক পথে রাখে। যদিও মুশফিকের সেঞ্চুরির পরও ২৪৬ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। তামিম এসব মনে করিয়ে বোঝাতে চাইলেন, মনের মতো ছিল না তাদের পারফরম্যান্স।
তামিম ইকবালের ভাষায়, 'আমরা দ্রুতই বেশ কিছু উইকেট হারিয়েছি। একটা সময়ে ২০০ রান তোলাই কঠিন মনে হচ্ছিল। মুশির ইনিংসটা দারুণ ছিল। রিয়াদ ভাই কিছুটা অবদান রেখেছেন। এতে আমরা মোটামুটি একটা স্কোর পাই।'
এই মোটামুটি স্কোর নিয়েই শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এর জন্য বোলারদের কৃতিত্ব দিয়েছেন তামিম, 'বোলাররা দারুণ করেছে। অভিষেকে শরিফুল যেভাবে বল করেছে, কনকাশনের পর তাসকিন এসেছে, হুট করেই যখন বলা হয় বোলিং করতে হবে, কাজটা সহজ নয়। কিন্তু সে যেভাবে বল করেছে, তার লড়াইয়ের মানসিকতাই ফুটে উঠেছে। মিরাজ ও সাকিব দুর্দান্ত ছিল।'
ফিল্ডিংয়ের দুর্দশা কাটতে শুরু করেছে। উন্নতি দেখতে পাচ্ছেন তামিম, 'আমাদের ফিল্ডিংয়ে উন্নতি হচ্ছে। সিরিজ শুরুর আগে বলেছিলাম, ফিল্ডিংয়ে আমাদের ভালো করতে হবে। কিছু ভালো ক্যাচ আমরা নিয়েছি। তবে যে ক্যাচগুলো নিতে পারিনি, সেই ক্যাচগুলো ম্যাচের মোড় ঘুরিয়ে জেতাতে পারে। আজকে প্রয়োজন হয়নি, আরেকদিন লাগতে পারে। যখন আমরা সেই ক্যাচগুলো নিতে পারব, তখন আমি অধিনায়ক হিসেবে খুশি হতে পারব।'