তৃতীয় ওয়ানডের স্কোয়াডে নাঈম শেখ
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে নেওয়া হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান নাঈম শেখকে। তার সংযোজনে স্কোয়াডে ক্রিকেটারসংখ্যা দাঁড়ালো ১৬ জন।
দ্বিতীয় ওয়ানডেতে মাথায় বলের আঘাতে মাঠ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিনকেও স্কোয়াডে রাখা হয়েছে। তরুণ এই অলরাউন্ডারকে নিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, 'সাইফউদ্দিনের অবস্থা ভালো। তাকে নিয়ে আমাদের ১৬ সদস্যের স্কোয়াড।'
আগামী ২৮ মে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডে জিতে ইতোমধ্যে সিরিজ জিতে নিয়েছে তামিম ইকবালের দল।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মাহেদী হাসান ও শরিফুল ইসলাম।
স্ট্যান্ডবাই: তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।