দল বাড়ছে বিশ্বকাপে
কয়েকদিন আগে বিশ্বকাপে দল বাড়ানোর আলোচনা শোনা গিয়েছিল। বলা হয়ে হয়েছিল, ক্রিকেটের বিশ্বায়নে ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ানোর চিন্তা করছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি নিজেদের ভাবনাকে বাস্তবে রূপ দিতে যাচ্ছে। দল বাড়ানো নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আইসিসি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আইসিসি জানিয়েছে, পুরুষদের ১০ দলের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ১৪ দল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সংখ্যা ১৬ থেকে বেড়ে হবে ২০। আইসিসি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২৪ থেকে ২০৩১ সালের ৮ বছরের চক্রে এই পদক্ষেপ বাস্তবে রূপ দিতে চেষ্টা করবে আইসিসি। এই সময়ের মধ্যে দল বাড়ানো হবে। ক্রিকেটকে পুরো বিশ্বে ছড়িয়ে দিতে প্রতি বছরই পুরুষ ও মেয়েদের ক্রিকেটে থাকবে একটি করে আইসিসি ইভেন্ট।
পুরুষদের আসরগুলোর আয়োজক দেশ ঠিক করার কাজ এই মাসেই শুরু করা হবে জানিয়েছে আইসিসি। আগামী সেপ্টেম্বরে ঘোষণা করা হবে আয়োজক দেশের নাম। মেয়েদের ও অনূর্ধ্ব-১৯ দলের আসরগুলোর আয়োজক দেশ নির্বাচনের প্রক্রিয়া আগামী নভেম্বরে শুরু হবে।
পুরুষদের ক্রিকেটে ১৪ দলের বিশ্বকাপ হবে ৫৪ ম্যাচের। ওয়ানডে বিশ্বকাপ দুটি অনুষ্ঠিত হবে আগামী ২০২৭ ও ২০৩১ সালে। দল বাড়ানোর পাশাপাশি ফেরানো হচ্ছে সুপার সিক্স পর্ব। প্রাথমিক পর্বে দুটি গ্রুপে ৭টি করে দল থাকবে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল উঠবে সুপার সিক্সে। সেরা চার দল খেলবে সেমি ফাইনাল। দুই বিজয়ী দল অংশ নেবে ফাইনালে। এই নিয়মে ২০০৩ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল।
দুই বছর ব্যবধানে পুরুষদের চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। আসরগুলো অনুষ্ঠিত হবে ২০২৪, ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালে। সবগুলো আসরই হবে ৫৫ ম্যাচের। চার গ্রুপে পাঁচটি করে দল থাকবে। প্রাথমিক পর্ব থেকেই সব দলকে অংশ নিতে হবে।
প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল যাবে পরের রাউন্ডে। চার গ্রুপের সেরা দুই দল নিয়ে হবে সুপার এইট। এটা হবে নকআউট পদ্ধতিতে। সেরা চার দল খেলবে সেমি ফাইনালে, এরপর ফাইনার। এখন ১৬ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে খেলে চারটি দল। মূল পর্বে ১০ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলে।
আইসিসির বোর্ড সভায় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ থেকে ২০৩১ সাল, এই ৮ বছরে ৮ দলের দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হবে। আসর দুটি অনুষ্ঠিত হবে ২০২৫ ও ২০২৯ সালে। ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা আট দল এই টুর্নামেন্টে অংশ নেবে। টেস্ট চ্যাম্পিয়শিপের ব্যাপারেও সিদ্ধান্ত এসেছে। ৯ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ২০২৫, ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালে।
মেয়েদের ক্রিকেটে দুটি করে ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে চারটি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০টি দল অংশ নেবে। পরের তিন বিশ্বকাপে অংশ নেবে ১২টি করে দল। ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ৮ দল। পরের বিশ্বকাপটি হবে ১০ দলের। ২০২৭ ও ২০৩১ সালের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৬টি করে দল খেলবে।
চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে বিপাকে পড়ে আছে ভারত। দেশটিতে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় আসরটি আয়োজন নিয়ে শঙ্কা জেগেছে। বিশ্বকাপ আয়োজনে আইসিসির কাছে সময় বাড়ানোর দাবি করেছিল ভারত। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ভারতকে জুনের শেষ সপ্তাহ পর্যন্ত সময় দিয়েছে আইসিসি।