বাজেটে ২২টি আইটি সেবায় কর রেয়াত বৃদ্ধির প্রস্তাব
২০২১-২২ অর্থবছরের বাজেটে তথ্যপ্রযুক্তি তথ্য প্রযুক্তি সক্ষম পরিষেবাদি (আইটিইএস) খাতের ২২টি সেবায় কর রেয়াতের পরিধি বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
জাতীয় সংসদে দেওয়া প্রস্তাবিত নতুন অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় তিনি বলেন, "সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যকে এগিয়ে নিতে আইসিটি খাতে কর রেয়াতগুলোর পরিধি বাড়াতে হবে। তাই আমি বিদ্যমান ২২টি আইটিইএস উদ্যোগ ছাড়াও অন্যান্য সেবায় কর অবকাশের প্রস্তাব করছি।"
নতুন প্রস্তাবিত কর রেয়াতগুলো দেওয়া হবে; ক্লাউড সার্ভিস, সিস্টেম ইন্টিগ্রেশন, ই-লার্নিং প্লাটফর্ম, ই-বুক পাবলিকেশন্স, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস এবং আইটি ফ্রিল্যান্সিং- এ। ২০২৪ সাল পর্যন্ত কর রেয়াতের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, এর ফলে বাংলাদেশে ডিজিটাল রূপান্তরণ উদ্দীপনা লাভ করবে এবং তার ফলে আধুনিক ডিজিটাল সেবা সাধারণ নাগরিকেরা কম খরচে পাবেন।
এছাড়াও, নির্দিষ্ট কিছু আইটি হার্ডওয়্যার বাংলাদেশে উৎপাদনে ১০ বছর মেয়াদী কর ছাড়ের প্রস্তাবও দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম ম মুস্তফা কামাল।