গৃহস্থালি পণ্য ও স্থানীয় উৎপাদনকারীদের বিপুল কর রেয়াত
২০২১-২২ নতুন অর্থবছরের বাজেটে দশটি খাতে কর রেয়াতের সুবিধা বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এরমধ্যে দেশে উৎপাদিত গৃহস্থালি পণ্যও রয়েছে।
স্থানীয় শিল্পের প্রবৃদ্ধির গতি ধরে রাখতে বাজেট বক্তৃতায় নিম্ন উল্লেখিত খাতে বিভিন্ন মেয়াদে ভ্যাট রেয়াত অব্যাহত রাখার প্রস্তাবনা করেন;
- এলপিজি সিলিন্ডার উৎপাদকদের জন্য আরও এক বছর
- রেফ্রিজারেটর, ফ্রিজার এবং কম্প্রেশার উৎপাদকদের আরও এক বছর
- পলিপ্রোলিন স্টেপল ফাইবার উৎপাদকদের আরও দুই বছর
- এয়ার কন্ডিশনার ও কমপ্রেসর উৎপাদকদের আরও তিন বছর
- মোটর কার এবং মোটর যান উৎপাদকদের আরও পাঁচ বছর
এছাড়াও, বিদেশি পণ্যের নির্ভরশীলতা কমাতে এবং স্থানীয়ভাবে গৃহস্থালি পণ্যের শিল্প বিকাশে নিম্ন উল্লেখিত খাতে কর রেয়াত প্রস্তাব করেন অর্থমন্ত্রী, এগুলো হলো;
- স্থানীয় পর্যায়ে ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেতলি, রাইস কুকার, মাল্টি- কুকার ও প্রেশার কুকার উৎপাদনে ভ্যাট ছাড়
- দেশে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন এবং ইলেকট্রিক ওভেন উৎপাদনে ভয়াট ছাড়
- লৌহজাত কিছু পণ্যের কাঁচামাল যেমন স্ক্র্যাপ জাহাজ, ইথালিন গ্লাইকোল, টেরিপথালিক এসিড,পিভিসি ও পিইটি রেজিন উৎপাদনে ব্যবহৃত ইথালিন/ প্রপেলিন আমদানিতে অগ্রিম কর থেকে রেয়াত
- চাল প্রক্রিয়াকরণ শিল্পে ভ্যাট রেয়াত
- বাণিজ্যিক পর্যায়ে টাটকা ফলের ব্যবসায় ভ্যাট রেয়াত