ভিপি নুরের ওপর হামলার ঘটনায় ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ডাকসু ভিপি নুরের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। এ ঘটনায় যারা জড়িত তারা যদি দলীয় পরিচয়েরও হয়, এ ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সেতুমন্ত্রী আরও বলেন, হামলার ঘটনায় প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ভিন্নমত প্রকাশের অধিকার প্রত্যেকেরই রয়েছে। ডাকসুর ভিপির সরকারের বিরুদ্ধে সমালোচনা করার অধিকার রয়েছে। যা কিছুই হোক, যে হামলা হয়েছে এটা নিন্দনীয়।
রোববার দুপুরে ডাকসুতে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করার সময় হামলার শিকার হন ভিপি নুরসহ সংগঠনের নেতাকর্মীরা। মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকজন কর্মী তাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠেছে।