ঢাকায় পৌঁছালো চীনা ভ্যাকসিনের আরও ৬ লাখ ডোজ
চীন থেকে আসা ৬ লাখ ডোজ সিনোফার্মের ভ্যাকসিনের দ্বিতীয় চালান ঢাকায় এসে পৌঁছেছে।
রোববার বিকেলে এই চালান নিয়ে ঢাকার কুর্মিটোলার বঙ্গবন্ধু এয়ারবেইজে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি এয়ারক্রাফট অবতরণ করে।
ভ্যাকসিনের এই চালানটি চীন থেকে উপহার হিসেবে পাচ্ছে বাংলাদেশ।
এর আগে মে'র শুরুর দিকে বাংলাদেশকে আরও ৫ লাখ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন উপহার দেয় চীন।
গৎ ২৫ মে দেশের চারটি মেডিকেল কলেজের ৫০০ শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন দেওয়া হয়।
এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশে কর্মরত প্রায় সাড়ে চারশো চীন নাগরিককে সিনোফার্মের কোভিড টিকা দেওয়া হয়।
গত মাসে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছিলেন, জুন, জুলাই ও আগস্টের জন্য চীন থেকে সিনোফার্মের টিকার অর্ডার দিয়েছে বাংলাদেশ।