চট্টগ্রামে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ, চালক হেলপারসহ আটক ৬
চলন্ত বাসে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে চট্টগ্রামে ৬ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে চালক হেলপারসহ বাসের ৩ জন রয়েছে।
শুক্রবার (২৫ জুন) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরসরাই উপজেলা ও চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে এ ঘটনায় জড়িত আরও ৩ জন পলাতক রয়েছে। ধর্ষিতা ওই তরুণীর বাড়ী সীতাকুণ্ডে বলে জানা গেছে।
গত বুধবার (২৩ জুন) রাত থেকে বৃহস্পতিবার (২৪ জুন) ভোর পর্যন্ত এ গণধর্ষণের ঘটনা ঘটে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ মুজিবুল মুজিবুর রহমান বলেন, 'শুক্রবার রাতে সীতাকুণ্ড ও মিরসরাইয়ে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম ওই তরুণীকে মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আটক হওয়া ৬ জনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের মধ্যে বাস চালক হেলপারসহ ৩ জন রয়েছে। ঘটনার সাথে মোট ৯ জন জড়িত থাকলেও মেয়েটিকে ধর্ষণ করেছে ৬ জন'।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, 'বাসে গণধর্ষণের অভিযোগ পেয়েই অভিযুক্তদের গ্রেপ্তারে একাধিক টিম মাঠে নামে। একে একে ৬ জনকে আটক করা হয়েছে।'
পুলিশ জানায়, ধর্ষণের শিকার তরুণীর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। বুধবার সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত অধিকাংশ সময় বাসে এবং পরবর্তীতে আরও বিভিন্ন এলাকায় নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। রানা নামে বাসের একজন স্টাফ ছিল ওই তরুণীর পূর্ব পরিচিত। সে সম্পর্কের সুবাদে রানা তাকে মিরসরাইয়ে নিয়ে যায়। এরপর ছয়জন মিলে প্রথমে একটি বাসের ভেতর এবং পরে মিরসরাইয়ে আরও বিভিন্ন জায়গায় নিয়ে জিম্মি করে ধর্ষণ করে।