ব্রেস্টপ্লেটে বেবি বাম্প আগলে সুখবর দিলেন কার্ডি বি
দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন গ্র্যামি পুরস্কার জয়ী আমেরিকান গায়িকা কার্ডি বি। সকলকে চমকে দিয়ে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আনলেন ২৮ বছর বয়সী এই তারকা ব়্যাপার।
রোববার বেট অ্যাওয়ার্ডসের মঞ্চে স্বামী অফসেটের হাত ধরে পৌঁছেছিলেন কার্ডি বি। সেখানে নিজের বেবি বাম্প ফ্লন্ট করতে দেখা গেল তারকাকে। অফসেট, তার মিউজিক্যাল গ্রুপ মিগোসের সঙ্গে মঞ্চে পারফর্মও করেন কার্ডি বি।
এদিন রহিনস্টোনের ডিজাইনার কালো-রুপোলি বডিস্যুটে স্টেজে হাজির হয়েছিলেন কার্ডি বি। বেবি বাম্পটি ছিল ট্রান্সপারেন্ট কালো রঙা কাপড়ে ঢাকা। কার্ডি বি-কে দেখে এদিন সকলেই চমকে যান, মূহূর্তের মধ্যেই ইনস্টাগ্রামেও এই সুখবর শেয়ার করে নেন কার্ডি বি।
ইনস্টাগ্রাম পোস্টে কার্ডি বি-র দেখা মিলেছে 'অর্ধনগ্ন' অবস্থায়। ছবিতে পোশাকহীন অবস্থায় ধরা দিলেন হবু মা, উন্মুক্ত শরীরের নিম্নাঙ্গ, বুকের কাছে একটি ব্রেস্টপ্লেট ধরে রয়েছে কার্ডি বি। পাকিস্তানি শিল্পী মিশা জাপানওয়ালার হাতে তৈরি ভাস্কর্য ওই ব্রেস্টপ্লেট। হ্যাশট্যাগের সঙ্গে ২ লিখে স্বামী অফশেটকে ট্যাগ করেন কার্ডি বি।
২০১৭ সালে বিয়ের বাঁধনে বাঁধা পড়েন অফসেট ও কার্ডি বি। চড়াই-উতরাইতে ভরপুর এই জুটির দম্পত্য জীবন। গত বছর বিবাহ-বিচ্ছেদের সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছিলেন দুজনে। তবে নভেম্বর মাসেই দূরত্ব ঘুচিয়ে ফের কাছাকাছি আসেন দুজনে। এই জুটির প্রথম সন্তান কুলচার কিয়ারি আগামী মাসেই তিন বছর পূর্ণ করবে।