লকডাউন: বৃহস্পতিবার থেকে বন্ধ যাত্রীবাহী নৌ পরিবহন
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউনের কারণে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সকল প্রকার যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
ঘোষণা অনুসারে, ১ জুলাই ভোর ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত এসব নৌযান চলাচল করতে পারবে না। বিআইডব্লিউটিএ'র এক আনুষ্ঠানিক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।
এর আগে দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২১ দফা জনস্বাস্থ্য নিরাপত্তা ও নিষেধাজ্ঞার গাইডলাইন জারি করে মন্ত্রিসভা পরিষদ। তার সঙ্গে সঙ্গতি রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, নিষেধাজ্ঞা ভঙ্গকারী নৌযান ও মালিকপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।