ছাত্রলীগের পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন জয়-লেখক
ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে তিন মাস দায়িত্ব পালনের পর সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ‘ভারমুক্ত’ হলেন আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য।
শনিবার বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ দু’জনের ভারমুক্ত করার ঘোষণা দেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগের 'সাংগঠনিক নেত্রী' শেখ হাসিনা বলেন, “ছাত্রলীগের সাবেক সভাপতি, এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রস্তাব করেছে ছাত্রলীগের দু’জনের ভার উঠিয়ে দিতে।
“ভার উঠিয়ে দিলাম। আজ থেকে তাদের উপর আর ভার নেই, তাদের ভারমুক্ত করে দিলাম। সামনে মুজিব বর্ষ, ছাত্রলীগকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।”
দুর্নীতির দায়ে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর গত সেপ্টেম্বরে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র জয় ও সমাজকল্যাণ ইনস্টিটিউটের ছাত্র লেখক।