রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড: হাসেম ফুডসের মালিকের দুই ছেলের জামিন
সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের মালিক আবুল হাসেমের দুই ছেলের জামিন মঞ্জুর করেছেন নারায়ণগঞ্জের একটি আদালত। রূপগঞ্জে অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যুর ঘটনায় করা এ মামলায় জামিন পান তারা।
মামলায় আবুল হাসেম ও তার দুই ছেলে; তাওসীফ ইব্রাহিম ও তানজীব ইব্রাহিমসহ মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
আজ বুধবার (১৪ জুলাই) বিকেলে চারদিন রিমান্ডের পর আসামীদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে দুই আসামির জামিন আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত।
তবে আবুল হাসেমের দুই ছেলে ছাড়া বাকি আসামীদের জেলে পাঠানো হয়েছে বলে দৈনিক প্রথম আলো প্রকাশিত এক সংবাদ সূত্রে জানা যায়।
২০ হাজার টাকা মুচলেকা নিয়ে তাওসীফ ইব্রাহিম ও তানজীব ইব্রাহিমকে জামিন দেওয়া হয়।
এনিয়ে আসামী পক্ষের আইনজীবী মাহবুব আলম বলেন, কোম্পানিতে তাওসীফ ও তানজীবের কোনো মালিকানা নেই, তারা দুজনেই বিদেশে পড়াশোনা করেন।
এর আগে দাহ্য রাসায়নিক ও উপকরণ মজুদ রাখা ওই কারখানায় আগুন লেগে শ্রমিকদের নির্মম মৃত্যুর ঘটনায় ৮ আসামীকে গ্রেপ্তার করা হয়।
গত ৮ জুলাইয়ে সংগঠিত ওই অগ্নিকান্ডে ৫২ জন শ্রমিক জ্বলন্ত কারখানার বিভিন্ন তলায় আটকা পড়ে মারা যান।