২০২১ সালের প্রথমার্ধে ৩.৪৪ শতাংশ কমেছে গ্রামীণফোনের মুনাফা
ডাটা ব্যবহার ও নতুন ব্যবহারকারীর সংখ্যায় রেকর্ড পরিমাণ বৃদ্ধির পরও চলতি ২০২১ সালের প্রথম ছয় মাসে দেশের সর্ববৃহৎ মোবাইল অপারেটর গ্রামীণফোনের মোট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৩.৪৪ শতাংশ কমেছে। ফলে চলতি বছর কোম্পানিটির নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১,৭৪০ কোটি টাকা।
প্রান্তিকওয়ারি হিসাব্ পূর্ববর্তী প্রান্তিকের তুলনায় নিট মুনাফা কমার হার সাড়ে ৪ শতাংশ। জানুয়ারি-মার্চ মেয়াদে যা ৮৯০ কোটি টাকা হলেও; এপ্রিল-জুন প্রান্তিক শেষে ৮৫০ কোটিতে নেমে এসেছে।
মুনাফা কমলেও কোম্পানিটির আয় বেড়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) প্রকাশিত আর্থিক প্রতিবেদনে ২০২১ সালের প্রথম ছয় মাসে কোম্পানিটি ১.৯৮ শতাংশ বা ৭,০৬০ কোটি টাকা আয় বৃদ্ধির তথ্য জানিয়েছে।
২০২১ সালের প্রথমার্ধ নাগাদ গ্রামীণফোনের পরিষেবায় ২৯.৮৮ লাখ নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছে, ফলে মোট সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮ কোটি ২০ লাখে। এরমধ্যে ৫৩.৩ শতাংশ বা ৪.৩৭ কোটি সাবস্ক্রাইবার গ্রামীণের ইন্টারনেট পরিষেবা ব্যবহার করছেন।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে বলা হয়, "প্রথম প্রান্তিকে দেশব্যাপী আমাদের সকল টাওয়ারে ফোরজি সেবার প্রযুক্তি যুক্ত করার প্রেক্ষিতে এবং নতুন ডাটা স্পেকট্রাম ক্রয়সহ নতুন অবকাঠামো নির্মাণের ধারাবাহিকতায় ফোরজি ডাটা ইউজারের সংখ্যা ২৩ লাখ বেড়েছে।
বছরওয়ারি হিসেবে এ বৃদ্ধির পরিমাণ ৫৬.৫ শতাংশ, একইসময় ডিজিটাল রিচার্জও বেড়েছে সাড়ে ১৪ শতাংশ।
গ্রামীণফোন লিমিটেডের মুখ্য নির্বাহী ইয়াসির আজমান বলেন, চলমান কোভিড-১৯ মহামারির মধ্যেও ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে গ্রামীণফোন উচ্চমানের প্রবৃদ্ধির পথে ফিরে এসেছে।