উত্তর প্রদেশের পাঠ্যসূচি থেকে বাদ পড়ল রবীন্দ্রনাথ, রাধাকৃষ্ণণের লেখা
ভারতের উত্তর প্রদেশের দ্বাদশ শ্রেণির সিলেবাসে সম্প্রতিই কিছু পরিবর্তন এসেছে। এতে বাদ দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ও দেশটির সাবেক রাষ্ট্রপতি সর্বপল্লি রাধাকৃষ্ণণের লেখাও।
উত্তর প্রদেশের শিক্ষা বোর্ড এ বছর থেকে দশম-দ্বাদশ শ্রেণির ইংরেজির জন্য ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটির সিলেবাস চালু করছে। এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের 'ছুটি' ছোটগল্পটির ইংরেজি 'দ্য হোমকামিং' ছিল দ্বাদশ শ্রেণির সিলেবাসে। দ্বাদশ শ্রেণির বই থেকে বাদ দেওয়া হচ্ছে এটি।
এছাড়াও সাবেক রাষ্ট্রপতি ড. রাধাকৃষ্ণণের প্রবন্ধ 'দ্য উইমেনস এডুকেশন'ও পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হয়েছে।
বাদ পড়েছে আরকে নারায়ণের গল্প 'অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে', মুকুল আনন্দের 'দ্য লস্ট চাইল্ড'ও। জন মিল্টন ও কবি পিবি শেলির মতো কবির কবিতাও আর পড়ানো হবে না। দশম শ্রেণির বই থেকে সরোজিনী নায়ডুর কবিতা 'দ্য ভিলেজ সং' এবং রাজাগোপালাচারির রচনাও বাদ দেওয়া হয়েছে।
কিছু দিন আগেই দেশটির উত্তরপ্রদেশ সরকারের সুপারিশে চৌধুরি চরণ সিংহ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে রামদেবের বই 'যোগ চিকিৎসা রহস্য' এবং যোগী আদিত্যনাথের 'হঠযোগ স্বরূপ এবং সাধনা' অন্তর্ভুক্ত হয়েছে। এ নিয়েও চলছিল বিতর্ক। এরমধ্যেই আবার দ্বাদশ ও দশম শ্রেণির পাঠ্যসূচি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, রাধাকৃষ্ণণের লেখা বাদ দেওয়ায় আবারও নতুন বিতর্ক শুরু হয়েছে।
- সূত্র: ইন্ডিয়া টুডে