মোদী-মমতা বৈঠক, কলকাতায় বিক্ষোভ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যে সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলকাতার রাজভবনে এ বৈঠক হয়।
তবে সবকিছু ছাপিয়ে গেছে মোদীবিরোধী বিক্ষোভে। সম্প্রতি পাস হওয়া নাগরিকত্ব বিলের প্রতিবাদে বিমানবন্দরের বাইরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা। দ্বিতীয় হুগলি সেতুসহ বিভিন্ন স্থানেও বিক্ষোভ করেন তারা।
এর আগে ভারতীয় বিমান বাহিনীর বিমানে দু’দিনের সফরে শনিবার কলকাতা পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।
কোনো প্রধানমন্ত্রীর সফরে সাম্প্রতিক অতীতে কলকাতাজুড়ে এমন বিক্ষোভের নজির নেই। যাদবপুর থেকে বিমানবন্দর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে মোদীকে রাজভবনে যেতে হয়েছে। সেখানে তাকে স্বাগত জানাতে আগেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজভবন থেকে বেরিয়ে মমতা ব্যানার্জি বলেন, “ আমার সাংবিধানিক দায়িত্ব প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো। কেন্দ্রের কাছে আমার ২৮ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। সিএএ, এনপিআর এবং এনআরসির বিরুদ্ধে আমরা। মানুষে মানুষে বৈষম্যের বিরুদ্ধে আমরা। আমরা চাই, সিএএ এবং এনআরসি বাতিল করুন।”