ছবিতে টোকিও অলিম্পিকের আলো ঝলমলে উদ্বোধনী
'গ্রেটেস্ট শো অন আর্থ'; এই বিশেষ নামটিই বলে দেয় আসরটির বিশালতা। বিশ্বের সবেচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক গেমস। অলিম্পিকের জন্য থাকে চার বছরের অপেক্ষা। করোনাভাইরাসের প্রকোপে সেই অপেক্ষা আরও বেড়েছে, এবার সেটা পাঁচ বছরের। অবশেষে ফুরালো অপেক্ষা। ভয়, সংশয়, সমালোচনা, বিদ্রোহসহ আরও অনেক প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়েই পর্দা উঠলো টোকিও অলিম্পিকের।
করোনার ছোবল না থাকলে এতোদিনে টোকিও অলিম্পিক শেষ হওয়ার এক বছর হয়ে যেত। কিন্তু মহামারীর কারণে সেটা সম্ভব হয়নি। গত বছর করোনার ভয়াবহতার কারণে এক বছরের জন্য আসরটি পিছিয়ে দেওয়া হয়। এক বছর পরও আসরটি আয়োজন নিয়ে শঙ্কা থেকে যায়।
শেষ মুহূর্তে অলিম্পিক আয়োজন বাতিল হয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন অলিম্পিক আয়োজক কমিটির প্রধান তোশিরো মুতো। তবে সব শঙ্কা উড়িয়ে পর্দা উঠলো অলিম্পিকের। প্রায় শূন্য গ্যালারিতে হয় উদ্বোধনী অনুষ্ঠান। ছবিতে দেখে নেওয়া যাক আলো ঝলমলে অনুষ্ঠানটি, সবগুলো ছবি রয়টার্সের।