আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে সাঈদ খোকন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে খোকন আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও তা পাননি। ‘নেত্রীর ইচ্ছাতে সরে যাওয়ার' কয়েকদিনের মাথায় তাকে কেন্দ্রীয় কমিটিতে পদ দিলো আওয়ামী লীগ।
গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে শেখ হাসিনা টানা নবমবারের মতো দলের সভাপতি এবং ওবায়দুল কাদের দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এর পাঁচ দিন পর গত ২৬ ডিসেম্বর আওয়ামী লীগ তাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ গঠন করে।
সাঈদ খোকনের পদ প্রাপ্তির মধ্য দিয়ে ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ৭৭টি পদ পূর্ণ হলো। আরও চারটি পদ ফাঁকা আছে।