গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ১৯৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
দেশে প্রতিনিয়ত হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯৬ জন রোগী।
এডিস মশা বাহিত এ রোগটি বিগত কিছুদিন ধরে রাজধানীতে ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়েছে, ঢাকাতেই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৯৪।
চিকিৎসকরা বলছেন, এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এভাবেই আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করেন তারা।
বর্তমানে দেশজুড়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৭৭ জন ডেঙ্গু রোগী, এরমধ্যে ৭৪৭ জনই রয়েছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে।
এবছর দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২,৬৫৮ জন রোগী, এরমধ্যে ১,৮৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, সার্বিক মৃত্যুর নিশ্চিত তথ্য এখনো প্রকাশ করেনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।