মাদকদ্রব্য আইনে মডেল পিয়াসার বিরুদ্ধে মামলা
ডিএমপি’র সাব-ইন্সপেক্টর মো. শহিদুল ইসলাম গুলশান পুলিশ স্টেশনে আজ (সোমবার) মামলাটি দায়ের করেন।
মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে মামলা করা হয়েছে।
ডিএমপি'র সাব-ইন্সপেক্টর মো. শহিদুল ইসলাম গুলশান পুলিশ স্টেশনে আজ মামলাটি দায়ের করেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রোববার পিয়াসাকে গতকাল রাতে তার বারিধারার বাসভবন থেকে মাদকদ্রব্য সমেত গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, উচ্চবিত্ত ব্যক্তি ও তাদের সন্তানদের বিভিন্ন পার্টিতে আমন্ত্রণ জানিয়ে পরবর্তী সময়ে তাদের আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করতেন তিনি।