৩০ মিনিটেই মেসির সব জার্সি বিক্রি শেষ
২০০৮ সাল থেকে বার্সেলোনায় ১০ নম্বর জার্সি পরে খেলে এসেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দলেও তার জার্সি নম্বর ১০। কিন্তু প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) ১০ নম্বর নয়, রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার খেলবেন ৩০ নম্বর জার্সি পরে। তাতে কী মেসির জার্সির কদর কমে যাবে? মোটেও তেমন নয়, নিজেদের খেলোয়াড় হিসেবে পিএসজি মেসির নাম ঘোষণা করার ৩০ মিনিটের মধ্যে মেসির সব জার্সি বিক্রি হয়ে গেছে।
দুই বছরের চুক্তিতে ফরাসি জায়ান্ট পিএসজিতে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। মঙ্গলবার বাংলাদেশ সময় মধ্যরাতে মেসির সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়টি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায় পিএসজি। বার্ষিক ২৯৩ কোটি টাকা বেতনে পিএসজির সঙ্গে দুই বছরের জন্য চুক্তি হয়েছে মেসির। তৃতীয় বছরের চুক্তি করার সুযোগও রাখা হয়েছে। চুক্তি সম্পন্নের বিষয়টি জানানোর কিছুক্ষণ মধ্যেই মেসির সব জার্সি বিক্রি হয়ে যায়।
স্প্যানিশ সংবাদমাধ্যম ফুটবল এসপানা তাদের খবরে এমনই জানিয়েছে। সাংবাদিক জোনাস আদনান গিয়াভেরের বরাদ দিয়ে ফুটবল এসপানা তাদের খবরে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসজি মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে ঘোষণার পরই তার জার্সি কেনার জন্য হুড়োহুড়ি লেগে যায়। কয়েক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় সব জার্সি।
চড়া দামেই মেসির জার্সি বিক্রি করেছে পিএসজি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রতিটি জার্সি ১৫৭.৯৯ ইউরোতে (প্রায় ১৫ হাজার ৭২০ টাকা) বিক্রি করা হয়েছে। পিএসজির স্কোয়াডে মেসির জার্সির দামই সবচেয়ে বেশি। এরপর সবচেয়ে বেশি দাম নেইমার, কিলিয়ান এমবাপ্পে, আনহেল দি মারিয়া ও লেয়ান্দ্রো পারেদেসদের জার্সির। তাদের জার্সির দাম ১০৭.৯৯ ইউরো করে (প্রায় ১০ হাজার ৭৪৫ টাকা)।
নেইমারের কারণে পিএসজিতে ১০ নম্বর জার্সি পাননি মেসি? এমন প্রশ্ন জাগলেও আদতে তেমন কিছৃু নয়। দুই বন্ধুর মধ্যে এতটাই বোঝাপড়া যে, জার্সি নম্বর কোনো বাধাই হয়নি। নেইমার মেসিকে ১০ নম্বর জার্সি ছেড়ে দিতে চেয়েছিলেন, মেসিকে প্রস্তাবও দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু মেসি ১০ নম্বর নেননি, তিনি বেছে নিয়েছেন ৩০ নম্বর।
এই ৩০ নম্বর জার্সির সঙ্গে মেসির পরিচয় অবশ্য বহুদিনের। ৩০ নম্বর জার্সিতেই ২০০৪ সালে বার্সেলোনার মূল দলে যাত্রা শুরু হয়েছিল কিশোর মেসির। ৩৪ বছর বয়সে এসে প্রথমবারের মতো ক্লাব পাল্টানো মেসি ফিরে গেলেন কৈশরে, আবারও গায়ে তুলতে যাচ্ছেন ৩০ নম্বর জার্সি।