শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি স্বল্পতার কারণ দেখিয়ে বিকল্প রুট ব্যবহারে বিআইডব্লিউটিসির আহবান
পদ্মা সেতুর পিলারে পরপর কয়েকটি ধাক্কার ঘটনার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি স্বল্পতার কারণ দেখিয়ে বিকল্প রুট হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট ব্যবহারের আহবান জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।
শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৭টার দিকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসার পথে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় একটি ফেরি।
এর আগেও তিনবার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করে।
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শুক্রবার বলেন, পদ্মা সেতুর নিরাপত্তার উদেশ্যে শিমুলিয়া-বাংলাবাজার রুটে চলাচলকারী ফেরিগুলোর জন্য রাবারের একটি বহিঃস্তর স্থাপন করা হবে।
রাবারের স্তর সেতুর কংক্রিটের পিলারে নৌযানের ধাক্কার আঘাত ঠেকাতে কাজ করবে।
পদ্মা সেতুতে বারবার ধাক্কার ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় বিব্রত বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, "পদ্মা সেতু পুরোপুরি চালু হওয়ার পর সেতুর সার্বিক নিরাপত্তার জন্য বাংলাবাজার ফেরিঘাট আর ব্যবহার করা যাবে না। সে ক্ষেত্রে মাঝিকান্দিকে আমরা ফেরিঘাট হিসেবে ব্যবহার করতে চাই"।