'যুদ্ধ শেষ' কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর তালেবানের ঘোষণা
কাবুলে ফিরে 'আফগান যুদ্ধ শেষ'- এমনই ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। রক্তপাত এড়াতে ইতিমধ্যে আফগানিস্তান ছেড়ে প্রতিবেশী তাজিকিস্তানে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
গতকাল তালেবান তাদের সব যোদ্ধাকে রাজধানী কাবুলে প্রবেশ করার আদেশ দেয়। ফলে মার্কিন বাহিনীর হাতে বিতাড়িত হওয়ার দুই দশক পর বিজয়ীর বেশে কাবুলে প্রবেশ করে তারা।
এরপর তারা আফগানিস্তানের প্রেসিডেন্টের প্রাসাদ নিজেদের দখলে নেয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য পশ্চিমা দেশ তাদের দূতাবাসগুলো থেকে কর্মীদের সরিয়ে নিতে থাকে। ফলে সব মিলিয়ে কাবুলে দেখা দেয় আতঙ্ক ও বিশৃঙ্খলা; দেশ ছাড়তে মরিয়া শত শত আফগান কাবুল বিমানবন্দরে ছুটে যায়।
তালেবানের রাজনৈতিক কার্যালয়ের একজন মুখপাত্র আল জাজিরাকে বলেন, গোষ্ঠীটি বিচ্ছিন্নভাবে থাকতে চায় না। শীঘ্রই নতুন সরকার, তাদের শাসন পদ্ধতি ও কাঠামো স্পষ্ট করা হবে।
তালেবান মুখপাত্র মোহাম্মদ নাইম শান্তিপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কেরও আহবান জানান।
"সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া, দেশে এখন আর যুদ্ধ নেই", বলে ওঠেন তিনি।
"আমরা যা চেয়েছিলাম সেই লক্ষ্যে পৌঁছেছি- আমাদের দেশের এবং জনগণের মুক্তি। আমরা কাউকে আমাদের মাটি ব্যবহার করে অন্যকে টার্গেট করতে দেব না এবং আমরা কখনোই অন্যের ক্ষতি করতে চাই না", যোগ করেন তিনি।
- সূত্র- আল জাজিরা