দোহায় সরকার গঠন নিয়ে তালেবানের বৈঠক অনুষ্ঠিত
ভবিষ্যত সরকারের গঠন কাঠামো আর নাম নির্ধারণ নিয়ে দোহায় তালেবানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। শীঘ্রই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
তোলো নিউজকে তালেবানের এক শীর্ষস্থানীয় নেতা জানিয়েছেন যে, দোহায় তাদের নেতারা আলোচনায় ব্যস্ত এবং আন্তর্জাতিক সম্প্রদায় ও আফগানিস্তানের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা যোগাযোগ করে চলেছেন।
তালেবানের রাজনৈতিক উপ-নেতা মোল্লা আব্দুল গনি বারাদার বলেছেন, বর্তমান মুহূর্তটি তালেবানদের জন্য একটি পরীক্ষা।
তিনি বলেন, "দেশের জনগণের নিরাপত্তার দায়িত্ব এখন আমাদের হাতে তাই আমাদের জন্য এটি একটি কঠিন পরীক্ষার সময়"।
সোমবার তালেবানরা কাবুলের তোলো নিউজ কম্পাউন্ডে প্রবেশ করে, নিরাপত্তা কর্মীদের অস্ত্র পরীক্ষা করে, সরকারের দেওয়া অস্ত্র সংগ্রহ করে এবং কম্পাউন্ডটির নিরাপত্তা রক্ষার ব্যাপারে সম্মত হয়।
তবে সেখানকার কর্মীদের সঙ্গে কোনোরূপ অনুপযুক্ত আচরণ করা হয়নি।
কাবুলের একজন বাসিন্দা আহমদ ফরিদ বলেন, "এমন একটি সরকার হওয়া উচিত যেখানে সকল মানুষের সমান অংশগ্রহণ থাকবে এবং স্থিতিশীলতা বজায় থাকবে"।
ফজল রাব্বি নামের আরেকজন বলেন, "দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে হবে কারণ এ দেশের জনগণ দীর্ঘদিনের চলা যুদ্ধে ক্লান্ত"।
আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী হিজব-ই-ইসলামীর নেতা গুলবুদ্দিন হেকমতিয়ার বলেন, আশরাফ ঘানির ব্যর্থতার কারণে দেশের বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রোববার পূর্বে রেকর্ডকৃত এক বার্তায় হেকমতিয়ার বলেন, "দুর্নীতিগ্রস্ত সরকার সহিংসতা ত্যাগ এবং আফগানিস্তানের সংকট শান্তিপূর্ণভাবে শেষ করার কোনো প্রস্তুতি দেখায়নি"।
এদিকে আফগানিস্তানের ন্যাশনাল সলিডারিটি পার্টির শীর্ষ রাজনীতিবিদ সৈয়দ ইসহাক গিলানি বলেন, আফগানিস্তানের এমন একটি ব্যবস্থা আনয়ন করা উচিত যাতে গত দুই দশকের অর্জনগুলো সংরক্ষিত থাকে।
গিলানি বলেন, "আশরাফ ঘানি দেশদ্রোহিতা করেছেন এবং তিনি দেশ ছেড়ে চলে গেছেন। এখন উচিত যত দ্রুত সম্ভব সরকার গঠন করা অন্যথায় মানুষের উদ্বিগ্নতা বাড়বে"।
- সূত্র- তোলো নিউজ